Ameen Qudir

Published:
2019-04-06 19:43:08 BdST

"প্রিয় ডাক্তার গন,মাইর খেতে থাকেন:আমরা বত্রিশ পাটি বের করে কালো ব্যাজ ধারণ করি "




ডা. শিরিন সাবিহা তন্বী
_____________________________

ডাক্তার সাব কালো ব্যাজ নিছেন তো???

জ্বী।ডাক্তার সাব। আপনাকেই বলছি। অফিসে যাবার আগে ভুলবেন না যেন।কালো ব্যাজ টা সাথে নিয়েছেন তো?
আজ ০৬ এপ্রিল, ২০১৯ সন।
একদিন আগে ০৪ এপ্রিল, ২০১৯ সনে দুপুর ২:৩০ মিনিটে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে একিউট প্যানক্রিয়াটাইটিস আক্রান্ত চিকিৎসাধীন এক রুগীর মৃত্যুকে কেন্দ্র করে মৃতের অপরাধী মানসিকতার কুকুরের থেকেও অধম এক পাল সন্ত্রাসী আত্মীয় স্বজন দ্বারা হাসপাতালে ভাংচুর, সরকারি সম্পদ বিনষ্ট, সরকারি দপ্তর তথা হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি সর্বোপরি সরকারের প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা তথা সরকারি ডাক্তার, ডাঃ ফাহিম, একই সাথে সরকারের আদেশে হাসপাতালে কর্মরত দুজন ইন্টার্ন চিকিৎসক কে মারাত্মক ভাবে আহত করার মতো ঘটনা ঘটেছে।

ডাক্তার দের এতটাই নির্মম ভাবে প্রহার করা হয়েছে যে চোখের কোন ফেটে গিয়ে রক্ত ঝরছে একজনের।
এই রক্ত ঝরা এই প্রথম না।
আগেও বহু বার বহু ভাবে ভুল /মিথ্যা /ভিত্তিহীন /প্রমান বিহীন /বানোয়াট অভিযোগ তুলে ডাক্তার দের হাত ভেঙেছে। পা ভেঙেছে। রক্তাক্ত করেছে।

কি ভেবেছেন আপনারা, আমরা চুপ করে থেকেছি? কখনই না। আমরা দেশের কোনোয় কোনায় সব হাসপাতালের সব ডাক্তার রা কালো ব্যাজ

ধারন করেছি।
এবারো। এবারো আমাদের কেউ থামিয়ে রাখতে পারবে না।আমরা মৃত রুগীর স্বজনদের আঘাতে আহত আমাদের প্রান প্রিয় চিকিৎসক ভাই বোনদের আত্মার শান্তির জন্য কালো ব্যাজ পরবই পরব।

থুক্কু। আত্মা কেন বলছি। তারা তো বেঁচে আছে।

প্রিয় সূধী, আসলে কি তারা বেঁচে আছে।ঝড়, জলোচ্ছাস, সুনামী,অগ্নিদগ্ধ হলে মানুষকে মানসিক স্বাস্থ্য সেবা দেয়া হয়।মানবিক বিপর্যয় হয়েছে বলে।
যে ডাক্তার ছেলেটি নিজের রুগীর মৃত্যুর পরে রুগীর লোকের আঘাতে রক্তাক্ত হলো সেই মানবিক বিপর্যয়ের কি ব্যবস্থা নিবেন স্বাস্থ্য বিভাগের কর্তাগন??

এক কাজ করেন।কাউকে দিয়ে একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেন। ছোট বেলার প্রচলিত মাছালা ছিল, মা বাপ আর শিক্ষকগন মারলে শরীরের ঐ আঘাতের জায়গাটুকু বেহেশতে যাবে। আবাল রা মুখ বুজে মার খেত। মা বাপ/শিক্ষক রাগ উঠলে মনের সুখে পিটিয়ে বেহেশত এ পাঠাত।তেমনি ডাক্তার দের রুগীর লোক আঘাত করলে আক্রান্ত স্থান বেহেশত এ যাবে।এই ওয়াজ চালু করেন।ডাক্তাররা দলে দলে বেহেশত যাবার শর্ট কার্ট রাস্তা হিসেবে মনের সুখে মার খাক।

অথবা ডাক্তারের মার খাওয়া টাকে প্রমোশন /বদলীর ক্রাইটেরিয়া ও বানাতে পারেন। মাইর ফাইলে লিপিবদ্ধ থাকবে। যার মাইর যত বেশি তার প্রমোশন তত বেশি । বায়োমেট্রি হাজিরা/ এই সেই /হ্যান ত্যান এর সাথে মাইর ও যোগ হলো।

প্রিয় ডাক্তার গন, আপনারা মাইর খাইতে থাকেন। আমরা বত্রিশ পাটি দাঁত বের করে কালো ব্যাজ ধারণ করি।এটাই প্রমাণ করতে যে আমরা মেরুদণ্ডহীন, নির্লজ্জ, বোকা চিকিৎসক প্রজাতি।
_____________________________

ডা. শিরিন সাবিহা তন্বী
বিএমএ নেতা। শেরে বাংলা মেডিকেল কলেজ , বরিশাল।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়