Ameen Qudir

Published:
2019-04-06 19:22:05 BdST

'দায়িত্বশীল ডাক্তার যত মার খাবেন, ততই পথিমধ্যে রোগীর মৃত্যুর সংখ্যাও আগামীতে বাড়বে'


 

 

ডেস্ক
_________________________

কক্সবাজারে সদর হাসপাতালের তরুণ চিকিৎসক গভীর দায়িত্বশীলতার সঙ্গে রোগীর জীবন রক্ষা করার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। বিনিময়ে পেলেন রোগীর পক্ষের সন্ত্রাসীদের নির্মম পিটুনি। রক্তাক্ত হলেন তিনি। এধরণের ঘটনা বাড়ছেই। এর পরিনাম কি !
সিনিয়র অভিজ্ঞ চিকিৎসকগন বলছেন , দায়িত্বশীল ডাক্তার যত মার খাবেন, ততই পথিমধ্যে রোগীর মৃত্যুর সংখ্যাও আগামীতে বাড়বে।

জুনিয়র ডাক্তারদের আবেগ থাকে বেশী, তাই মৃত্যুপথযাত্রী প্রায় সবরোগীদেরই ওরা সিপিআর দিয়ে বাঁচানোর শেষ চেষ্টা করে। আর তা করতে গিয়েই Acute Pancreatitis রোগীকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে মার খেলো কক্সবাজার মেডিকেলের চিকিৎসক। যে রোগের ২০% মর্টালিটি।


বিশিষ্ট অবেদনবিদ ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধিকার সংগ্রামী ডা. আশীষ দেবনাথ বলেছেন, যে রোগীর শরীরের অন্যান্য যন্ত্রপাতি ঠিক আছে, শুধু হৃদযন্ত্রটাই কোন কারনে হঠাৎ থেমে গেছে, তাকেই সিপিআর দিয়ে সারিয়ে তুলুন। এই মুহুর্তে সিপিআরে ব্যাক করে আসা দেশের বিখ্যাত রোগী জনাব ওবায়দুল কাদের।

যে রোগী শরীরের অন্যান্য যন্ত্রপাতি বিকল হয়ে তারপর হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যুমুখে পতিত, তাকে সিপিআর দিয়েও বাঁচানো যায়না অধিকাংশ ক্ষেত্রেই।

জুনিয়র ডাক্তারদের আবেগ থাকে বেশী, তাই মৃত্যুপথযাত্রী প্রায় সবরোগীদেরই ওরা সিপিআর দিয়ে বাঁচানোর শেষ চেষ্টা করে। আর তা করতে গিয়েই Acute Pancreatitis রোগীকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে মার খেলো কক্সবাজার মেডিকেলের চিকিৎসক। যে রোগের ২০% মর্টালিটি।

গুন্ডাদের সাফাই গাওয়া কক্সবাজারের নেতাজীরা শুনে রাখুন, ভবিষ্যতে রোগী খারাপ দেখলেই বাঁচানোর সম্ভাবনা থাকলেও আপনাদের চিকিৎসকরা আর চেষ্টা করবেন না। রেফার টু চিটাগাং মেডিকেল। এরপর বিনাচিকিৎসায় পথেঘাটে মৃত্যুই আপনাদের ভবিতব্য।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়