Ameen Qudir

Published:
2019-04-04 06:53:57 BdST

বিএমএ-র সহসভাপতি অধ্যাপক ডাঃ ফজলুল হক পাঠান আর নেই




ডেস্ক
_______________________

রংপুর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বি,এম,এর সহসভাপতি অধ্যাপক ডাঃ ফজলুল হক পাঠান প্রয়াত হয়েছেন। তার অকাল প্রয়ানে চিকিৎসক সমাজে নেমে এসেছে গভীর শোক।
শেরে বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাকসুমুল হক এক লেখায় জানান বিস্তারিত।

অধ্যাপক ডাঃ ফজলুল হক পাঠান ভাই (বি,এম,এর সহসভাপতি, প্রাক্তন অধ্যক্ষ রংপুর মেডিকেল কলেজ, প্রাক্তন উপাধ্যক্ষ ও অধ্যাপক এনাসথেসিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ) আর আমাদের মাঝে নেই।
ময়মনসিংহের গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স-এ কর্মরত থাকাকালিন সময়ে পাঠান ভাইয়ের ঘনিষ্ট সান্নিধ্যে আসার সৌভাগ্য হয়েছিল। এমন কর্মঠ, বন্ধুবাৎসল, সহকর্মী বান্ধব, সুস্থ ও গঠনমূলক চিকিৎসক নেতা আমি খুব কম দেখেছি। পরবর্তিতে আমার সাথে খুব বেশী সাক্ষাৎ না হলেও মোবাইলে প্রায়ই কথা হত। অনেক সময়ই অনেক সমস্যায় পাঠান ভাইয়ের পরামর্শ মোতাবেক সুফল পেয়েছি। ওনার আকস্মিক গুরুতর অসুস্থতা এবং মৃত্যুতে আমি শোকাহত। শোক সন্তপ্ত বন্ধুবান্ধব ও পরিবারিক সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আসুন সবাই মরহুমের জন্য দোয়া করি।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়