Ameen Qudir
Published:2019-03-12 05:22:24 BdST
নারী দিবসে সেবার শাশ্বত মহতী উদ্যোগ
ডাঃ সুস্মিতা রায়
________________________________
“ সবাই মিলে ভাবো, নতুন কিছু করো,
নারী-পুরুষ সমতার, নতুন বিশ্ব গড়ো ” শিরোনামে প্রথমবারের মতো একটু অন্যরকমভাবে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ১১ই মার্চ সোমবার, ২০১৯ এ পালিত হয় আর্ন্তজাতিক নারী দিবস। শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে দিনটিকে সীমাবদ্ধ না রেখে সেবামূলক কিছু করার প্রত্যয়ে নেয়া হয় এবারের কর্মসূচী। দিবসটি উপলক্ষ্যে কলেজ ও হাসপাতালের সকল নারী চিকিৎসকদের অর্থায়নে সারাদিন ব্যাপি হাসপাতালের বর্হিবিভাগে প্রায় নয় শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
কেক কাটা ও বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয় এবং সকলের অংশগ্রহনে দিবসের প্রারম্ভে এক র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ আবেদ হোসেন। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এ. কে. এম. দাউদ ও হাসপাতালের পরিচালক শিশুরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ তারেক আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন এনাটমী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আয়েশা আক্তার, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য্য, ফিজিওলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ রেজিনা মুস্তারিন, চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক (কর্নেল) ডাঃ মোশাহিদ ঠাকুর ও অন্যান্য বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও চিকিৎসকবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন কলেজের সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান এবং চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শামীমা আখতার; তিনি ভবিষ্যতেও নানামূখী সেবামূলক কার্যক্রমের মাধ্যমে দিবসটি পালনের আশাবাদ ব্যক্ত করেন।
________________________
ডাঃ সুস্মিতা রায়,
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মনোরোগ বিভাগ, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট।
আপনার মতামত দিন: