Ameen Qudir

Published:
2019-03-08 11:32:10 BdST

নারীই শ্রেষ্ঠ:জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুনকে দেয়া সংবর্ধনায় বললেন শিক্ষামন্ত্রী



ডেস্ক
____________________

জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুনকে দেয়া সংবর্ধনায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,
মানুষের জন্ম মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র অপরিহার্য । নারীই কেবল গর্ভধারণ করতে পারে। প্রতিটি সন্তানের জন্মের সময় নারী মৃত্যু ঝুঁকিতে থাকেন। নারী এই ভার বহন করতে সক্ষম। এই দিক দিয়ে নারীই শ্রেষ্ঠ।

৭ মার্চ সকালে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুনকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ভাষাও অনেক ক্ষেত্রে জেন্ডার ভারসাম্যপূর্ণ নয়। যেমন ‘ডাইনি’ শব্দের কোনো পুরুষবাচক শব্দ নেই। আমাদের মানসিকতার পরিবর্তন জরুরি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, নারীরা অনেক শক্তিশালী। ‘তাদের ১০টি হাত, তিনটি চোখ ও সাতটি অনুভব শক্তি রয়েছে।’ একজন নারী ১০টি হাতের মতো কাজ করে। প্রচলিত পাঁচটি সেন্স ছাড়াও একজন নারীর অনুমান করা ও সন্দেহ করার ক্ষমতা রয়েছে।

এশিয়াটিক সোসাইটির চেয়ারম্যান প্রফেসর মাহফুজা খাতুন বলেন, নারী যদি নির্যাতিত হয় তাহলে সমাজ এগুবে না। দুঃখের বিষয় আধুনিক এই যুগেও নারীদের ‘মি টু’ আন্দোলন করতে হয়।

গ্রিন লাইফ মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. এম. এ আজাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়