Ameen Qudir

Published:
2019-02-24 07:02:15 BdST

বিসিপিএস নির্বাচনে বিজয়ী ৮ কাউন্সিলর





ডেস্ক ঢাকা
_____________________

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) নির্বাচনে কাউন্সিলর হিসেবে ৮ জন বিজয়ী হয়েছেন।শুক্রবার বিকেলে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

তারা হলেন, অধ্যাপক ডা. কাজী দ্বীন মুহাম্মদ, অধ্যাপক ডা. এ.বি.এম মুকসুদুল আলম, অধ্যাক ডা. কোহিনূর বেগম, অধ্যাপক ডা. মো. টিটু মিয়া, অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, অধ্যাক ডা. মো. রুহুল আমিন, অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম ও অধ্যাপক ডা. চৌধুরী আলী কাওসার।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ডা. কাজী দ্বীন মুহাম্মদ ১ হাজার ৪৪৪ ভোট, ডা. এ.বি.এম মুকসুদুল আলম ১ হাজার ৪০২, ডা. কোহিনূর বেগম ১ হাজার ৪০০ ভোট, ডা. মো. টিটু মিয়া ১ হাজার ৩৫১ ভোট, ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম ১ হাজার ২৬৩ ভোট, ডা. মো. রুহুল আমিন ১ হাজার ১০৯ ভোট, ডা. মো. বিল্লাল আলম ১ হাজার ৯৭ ভোট ও ডা. চৌধুরী আলী কাওসার পেয়েছেন ৯৮৪ ভোট।

সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচনে প্রায় ৬ হাজার সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। সারা দেশ থেকে বিসিপিএস’র ফেলো সদস্যরাই ছিলেন এই নির্বাচনের ভোটার।

প্রত্যেক ভোটার ৮ জনকে ভোট দেন। নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটের ভিত্তিতে প্রথম ৮ জন কাউন্সিলর ৪ বছরের জন্য বিজয়ী হন।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়