Ameen Qudir

Published:
2019-02-14 20:36:05 BdST

শোক এপিটাফপাবনা মেডিকেল শিক্ষার্থীর ডাক্তার হওয়ার স্বপ্ন দানব ট্রাকের চাকায় পিষ্ট


 


সংবাদদাতা
______________________

পাবনা মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী তানিজা হায়দারের ডাক্তার হওয়ার স্বপ্ন দানব ট্রাকের চাকায় পিষ্ট হল। একের পর এক মৃত্যুর মিছিল মৃত্যুপুরী সড়কে।
পাবনা মেডিকেল কলেজের নবম ব্যাচের শিক্ষার্থী তানিজা হায়দার । মেধাবী ও ভীষণ পড়ুয়া ছিল মেয়েটি। বুধবার বিকেলে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পহেলা ফাল্গুন উপলক্ষে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন তানিজা হায়দার। পাবনা
টার্মিনালে একটি ইজিবাইক পেছন থেকে ধাক্কা দিলে তানিজা ছিটকে গিয়ে মেইন রোডে পড়লে চলন্ত একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

 

এই ঘটনায় সহপাঠীদের মধ্যে শোকের ছায় নেমে এসেছে। বসন্তবরণের আয়োজন মুহূর্তেই পরিণত হয়েছে বিষাদে।
নিহত তানিজার গ্রামের বাড়ি রাজশাহীতে। তানিজা রাজশাহী কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবংস্থানীয় স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছেন।
এ ঘটনায় ইমরান চৌধুরী অর্ক নামে আরেক ছাত্র গুরুতর আহত হয়েছেন। বর্তমানে সে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।


নিহত শিক্ষার্থী তানিজা রাজশাহী জেলার লক্ষীপুর কাঁচাবাজার এলাকার শাম্মাক হায়দারের মেয়ে। তিনি বন বিভাগে কাজ করেন।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়