Ameen Qudir

Published:
2016-12-19 14:11:47 BdST

মেলামাইন মেডিকেল কলেজ ব্যবসা : কেন এই বাজি খেলা


  

নাভিম কবির প্রতীক , মেডিকেল শিক্ষার্থী
________________________________

মানহীন বেসরকারী মেডিকেল কলেজের বিপক্ষে অনেকদিন আগে থেকেই বিভিন্ন বক্তব্য চলে আসছে চিকিৎসক সমাজের কাছ থেকে।বস্তুত আসন স্বল্পতা আর রোগীর চাপের ভীড়ে চিকিৎসক স্বল্পতার কথা মাথায় রেখে বেসরকারী মেডিকেলের যাত্রা শুরু হয়েছিল।আশা ছিল শুধু চিকিৎসা সেবাই নয় বরং ভাল চিকিৎসক তৈরী করার লক্ষ নিয়ে যাত্রা শুরু হলেও সংখ্যার আধিক্য বজায় রাখলেও মানের দিকটা ধরে রাখতে বিশেষ মনোযোগী হয়নি বেসরকারি মেডিকেলের মালিকপক্ষ। পরিচিত বন্ধুবান্ধব বা এরকম অনেকেই আছেন যাদের এসএসসি বা এইচএসএসি ফলাফল সেরকম না হলেও তারা টাকার জোরেই অনেকটা চিকিৎসক হয়ে যাচ্ছে।

অস্বীকারের উপায় নেই অনেক মেধাবীরাও বেসরকারি মেডিকেলে পড়তে বাধ্য হচ্ছে তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের জন্য।কিন্তু যাদের সেই ইচ্ছা বা যোগ্যতা নেই তাদের এ ধৈর্যশীল পেশায় আদৌ কি আসাটা যৌক্তিক?হয়তো যৌক্তিক কেননা টাকাটাই বেসরকারি মেডিকেলে ঢুকার একমাত্র মানদণ্ড। অনেকেই বলবেন তারাও প্রফ পাশ করছে।হ্যা করছে,যেখানে ভিসেরার ফরমালিন স্পর্শ করে মিডিয়াল,ল্যাটারাল বুঝতে হয়েছে সেখানে অনেক মেডিকেল আছে যাদের শিক্ষার্থীরা আইটেম,কার্ড, টার্ম,প্রফ পার হচ্ছে ডামি দিয়ে।অনেক মেডিকেলের অধ্যাপক সরকারী মেডিকেল থেকে চুক্তি ভিত্তিতে আসেন যাদের অনেকেই আবার বিশেষ সুবিধার লোভে সেসব মেডিকেলে বন্যা বইয়ে দেন। কিন্তু কেন,কেন এই বাজি খেলা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে?গুণগত দিক বজায় রেখে দক্ষ চিকিৎসক তৈরি করা প্রয়োজন না নিত্য নতুন  মেলামাইন মেডিকেল খুলে ব্যবসা করা জরুরী?

__________________________

 

নাভিম কবির প্রতীক, এমবিবিএস শিক্ষার্থী , চট্টগ্রাম মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়