Ameen Qudir
Published:2019-01-19 22:35:07 BdST
বিশেষ সিলেটে চিকিৎসকদের অনন্য কর্মসূচি : জননীর জন্য পদযাত্রা
সংবাদ দাতা 
________________________
জানুয়ারী ক্যান্সার সচেতনতা মাস। এ মাসে অসাধারণ সচেতনতার উদযোগ নিয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ।
কলেজের গাইনি ও অবসের সহযোগী অধ্যাপক ডা. নাসরিন আক্তার জানাচ্ছেন , এ উপলক্ষে 
সকাল নয়টায় জরায়ুমুখ ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হতে এক পদযাত্রার আয়োজন করা হয়, উদ্বোধন করেন কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. ময়নুল হক।
এর আগে ১৮ জানুয়ারি গাইনেকোলজিকাল অনকোলজির ওপর সেমিনার হয়। এতে বাংলা দেশের শীর্ষ গাইনিকোলজিস্টবৃন্দ অংশ নেন। চেয়ার পারসন ছিলে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মুরশেদ আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন একুশে পদক জয়ী অধ্যাপক ডা. টি এ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. সাবেরা খাতুন। এঁরা যথাক্রমে বাংলাদেশ গাইনকোলোজিক্যাল অনকোলজি সোসাইটির চেয়ার ও সাধারণ সম্পাদক।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                       