Ameen Qudir

Published:
2016-12-19 01:11:04 BdST

মানহীন ডাক্তার তৈরীর ওপেন কারখানা : মাফ করবেন, জবাব না দিয়ে পারছি না


    

 


সাবরিনা সুলতানা পুষ্প , এমবিবিএস শিক্ষার্থী

____________________________


ডা. সুলতানা আলগিন ,

সম্পাদক , ডাক্তার প্রতিদিন ,

মাফ করবেন, না বলে পারছিনা।

কম বয়সী, আলট্রা মর্ডান,কিম্ভূত সাজগোছ আর অফেন্সিভ আচরণের মেয়ে শুধু private না,সরকারি মেডিকেলেও আছে।কিন্তু তার সঃখ্যা১%।

হ্যাঁ,doctor দের প্রতি সম্ভ্রমটা তাচ্ছিল্যে পরিনত হয়েছে।কারন আমাদের বাছাই করার পদ্ধতিতটাই প্রশ্নবিদ্ধ।

১ ঘণ্টারর বৃত্ত ভরাট কখনওই মেধাযাচাই এর মানদণ্ড হতে পারেনা।

আমার এমন অনেক পরিচিত আছে,যারাও বারবার schoolকে সম্মানিত করেছে, doctor হবে বলে কঠিন সাধনা করেছে।তারপরও তারা আজ national university তে অনার্স করছে।কেন জানেন?
কারণ মেধাবীর তুলনায় medical college কম।

যাইহোক,আমি নিম্নমানের একটি private medical এ পড়ছি।আপনার হয়ত আমার সাথে কথা বলার রুচিও হবেনা।
তারপরও বলছি,
আপনি আমাকে মেধাহীন বলেছেন,আমি মেনে নিয়েছি। কারণ আমি সরকারিতে chance পাইনি।
কিন্তু, আপনি যখন আমার বাবার রক্ত পানি করা টাকাকে অবৈধ বলবেন,তখনতো আর আমি মানতে পারছিনা।

আপনি আমাকে ফালতু বলেছেন, it's ok.কিন্তু আপনি আমার বাবাকে দূর্ণীতিগ্রস্থ বলার সাহস কি করে করেন???

শুনুন,
আমার কলেজের অমৃতা মেয়েটা সেকেন্ড প্রফ-এর কয়েকদিন আগে সুইসাইড করে,টাকার অভাবে ফর্ম পূরণ করতে পারেনি বলে।

আরে আমার কলেজ না আমার batchএর গল্প বলি,
দুর্ভাগ্যবশত আমার batch এ একটাও কোটিপতি বাপের মেয়ে নেই।বরং সরকারি মেডিকেল থেকে migration করে আসা student আছে।কেন জানেন?
কারণ, আমরাতো সকলের চক্ষুশুল ;তাই আমাদের সচেতনভাবে বারবার filter করে তারপর বের করা হয়।

এইবার আমার রুমের গল্প বলি।আমার রুমমেট মেয়েটা বান্ধবীর থেকে ২.৫ marks কম পেয়েছে।আজ ওর বান্ধবী সলিমুল্লাতে পড়ে আর ও পড়ে একটি নিম্নমানের private medical এ।

এইবার আমার নিজের গল্প বলি,যেই জায়গায় আমার ঘর অই জায়গার অর্ধেক বিক্রি করে আমার বাবা আমাকে নিম্ন মানের প্রাইভেট মেডিকেল এ ভর্তি করে দেন ( গরীবের ঘোড়া রোগ আর কি)।
ভর্তি করিয়ে দিয়েই শেষ বছরের পর বছর টাকা জমে পাহাড় হচ্ছে। রেজাল্ট ভাল বলে 1st prof & 2nd prof এ একটু ঝামেলা করে ছেড়ে দিলেও final prof এ এসে আটকে গেলাম।

শেষে teacherder সুপারিশ এ রেজাল্ট ভাল বলে বাকি টাকা intern allowance এর সাথে adjust করে form filling করার সুযোগ পেলাম।

শুধু আমার না আমরা যারা প্রাইভেটে পড়ি ৯০ % এর গল্পই এমন।

আমার মনে হয় যে ফালতু মেয়েটাকে তার বাবা এত গুলি টাকা খরচ করে private medical a ভর্তি করাল তার dedication & qualification সরকারি তে ভরতি হওয়া মেয়েটি থেকে বেশি যেমন -
১. তার বাবার টাকা আছে
২. টাকা খরচ করার mentality আছে।
৩. তার family পড়াশুনা সম্পর্কে সচেতন।
৪. মেয়ের অধিকার নিয়ে সচেতন।

ব্যাপার গুলি উড়িয়ে দেওয়ার মত না।

# পরিশেষে বলব আমাদের বেশির ভাগ private medical college er clinical side গুলি সরকারি medical এর তুলনায় নিম্নমানের। পারলে সেই দিকে মনযোগ দিন।
ফালতু মেয়েগুলিকে শিখার সুযোগ করে দিন।
আমরা ফালতু মেয়েগুলি যখন নিজে থেকে ভাল হতে চাচ্ছি টাকা, পয়সা, শ্রম, মানসিক যন্ত্রনা, সরকারি torture সহ্য করে বিউটিশিয়ান না হয়ে, মানুষকে বাহির থেকে সুন্দর না করে আপনাদের মত মেধাবিদের সাথে মিশে ভিতর থেকে একজন মানুষকে রোগ মুক্ত করতে চাচ্ছি।

তো আমাদের উৎসাহ দিন ১%নিয়ে মাতামাতি না করে কেন আমাদের ভাল হতে সাহায্য করছেন না !

______________________________

 

লেখক সাবরিনা সুলতানা পুষ্প

এমবিবিএস শিক্ষার্থী
তায়েরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ , ঢাকা।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়