Ameen Qudir

Published:
2016-12-19 00:25:45 BdST

পাঠ প্রতিক্রিয়াপত্রিকার নাম দেন সরকারী মেডিকেল থেকে পাশ করা ডাক্তার প্রতিদিন


 

 

 


ডা. শাহ আহসানুল ইমরান

______________________________

 

মানহীন ডাক্তার তৈরীর কারখানা
এই লেখাটি কি খুব পজেটিভ,

কথায় আছে যত দোষ নন্দ ঘোষ

বেসরকারি মেডিকেলের পিছনেরবেঞ্চে ফ্রেন্স দাড়ি, রিং, ব্রেসলেট, মেকাপ, ধারী কেউ থাকলে মহাদোষ ।

একই জিনিস সরকারি মেডিকেলর পিছনের বেঞ্চে থাকলে আইডল /লিজেন্ড ।

১০ টা বছর অপেক্ষা করেন private medical থেকে পাশ করা এক ঝাঁক students post graduate course এ আসে তার বের হয়ে প্রতিষ্ঠিত হলে উত্তর নিজের থেকেই পেয়ে যাবেন ।

ডাক্তার দের বিভাজন করা হয় এমন লেখা ছাপিয়ে খুব ভাল করেছেন ৷
আপনার পত্রিকার নাম দেন সরকারী মেডিকেল থেকে পাশ করা ডাক্তার প্রতিদিন ।

______________________________

লেখক ডা. শাহ আহসানুল ইমরান । সুলেখক

Emergency Medical Officer (EMO) at Eastern Medical College & Hospital,Comilla
Former Residential Administrator at Bengal Tiger Major Gani Hall,Eastern Medical College
Studied M.P.H at National Institute of Preventive and Social Medicine (NIPSOM)
Studied Diploma in Medical Ultrasound at Bangladesh Japan Institute of Radiology and Imaging
Studied Family Medicine at USTC
Studied Diabetology at Birdem Hospital
Studied International Diploma In Asthma at Education for Health UK
Studied Ultrasonography at CMUD
Studied Bachelor of Medicine & Surgery (MBBS) at Eastern Medical College, Comilla


সম্পাদকীয় নোটস
__________________________

না । সরকারি মেডিকেলের ডাক্তারদের কাগজ বা মিডিয়া ডাক্তার প্রতিদিন নয়। সবার মতামতের কাগজ।সরকারি মেডিকেল পাশ ডাক্তাররা যে সমস্যার কথা বলেছেন , তার জবাব পেলে অবশ্য প্রকাশ হবে। যেমন ডা. শাহ আহসানুল ইমরানের এই পাঠ প্রতিক্রিয়া প্রকাশের ব্যবস্থা নেয়া হল। কাউকে ক্ষুব্ধ নয়, বরং সবার মত ও অমতকে তুলে ধরে ডাক্তার প্রতিদিন। আরও লেখা পেলে অবশ্যই তা প্রকাশ হবে। বিভাজন নয়, বরং যত মত , তত পথ। কথার ব্যত্যয় হবে না। যত কঠিন করে লেখা হোক না কেন , প্রকাশ হবেই। তবে ব্যাক্তিকে নিন্দা করা যাবে না।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়