Ameen Qudir
Published:2019-01-05 20:39:37 BdST
প্রার্থনাঅধ্যক্ষ ডা. নূরজাহান ভুইয়ার জন্য সিএমসি পরিবারের প্রার্থনা
ডেস্ক
__________________________
চট্টগ্রাম মেডিকেল কলেজের সেরা শিক্ষক ও প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দা নূরজাহান ভুইয়া এখন ক্রমশ আরোগ্যের পথে। তাঁর সুস্থতার জন্য পুরো সিএমসি পারিবার , হাজারো বর্তমান প্রাক্তন শিক্ষার্থী, ডাক্তার, শিক্ষক ভক্ত অনুরাগী মঙ্গল ও কল্যাণ কামনা করছেন।
তাঁর প্রাক্তন ছাত্রী , অধ্যাপক ডা. শাহানা চৌধুরী জানান, আমার, আমাদের , সবার এবং শিক্ষকদের শিক্ষক নূরজাহান ভূইয়া এক সুবিশাল জ্ঞানবৃক্ষ। অনন্য মানুষ, একজন কারিগর। নরমে, গরমে, আদরে, স্নেহে, সহমর্মিতায় এক উজ্জল আদর্শে ভরপুর ম্যাডাম ।তাঁর স্নেহ ছায়ায় অনেক বছর পথ চলা হলো আমাদের। আমাদের সমস্ত, সামাজিক অবস্থান এবং জীবনে কৃতিত্বের পরিপ্রেক্ষিতে, যে জ্ঞানের বীজ আপনি বপন করেছেন. শত কৃতজ্ঞতায় কৃতার্থ তাঁর কাছে।ম্যাডামের সুস্থতা কামনা করছি , সামনের দিনগুলো আরো ভালো কাটুক , মহান আল্লাহতালার কাছে ম্যাডামের দীর্ঘায়ূ কামনা করছি । দেশ ও বিদেশের মাটিতে ছড়িয়ে থাকা সবাই এবং যারা এই গুণীজনের বিচ্ছুরিত গুনের অংশীদার সবাই বেশী করে দোয়া করবেন ।
আপনার মতামত দিন: