Ameen Qudir

Published:
2018-11-13 16:12:07 BdST

অধ্যাপক ডা. মাহতাব উদ্দীনের মহাপ্রয়াণে চিকিৎসক মহলে ব্যাপক শোক



ডেস্ক
___________________


চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিনের প্রাক্তন  প্রধান অধ্যাপক ডা. মাহতাব উদ্দীন হাসান সোমবার দুপুরে তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশের ডাক্তার সমাজে ব্যাপক শোকের ছায়া।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। হাজারো শুভার্থী এতে অংশ নেন।
ডা. মাহতাব উদ্দীন হাসান চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে অবসরের পর মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
চট্টগ্রামের সাতকানিয়ার অধিবাসী ডা. মাহতাব উদ্দীন হাসান চট্টগ্রাম মেডিকেল কলেজে ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
গত ১৩ অক্টোবরে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাক্তন সিএমসি ও
অধ্যাপক ডা. মিলি শাকুর এক শোকবানীতে লিখেছেন
·
খবরটা শোনার পর থেকেই মনটা খুব খারাপ। মাহতাব ভাই না ফেরার দেশে.... বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। ভেবেছিলাম ভালো হয়ে সবার মাঝে ফিরে আসবেন। কিন্তু চলে গেলেন। ওনার কাছেই আমার চিকিৎসা সেবার হাতেখড়ি। আমার রেজিস্ট্রার ছিলেন। অসাধারণ শিক্ষক। চিকিৎসক। উনি প্রথম দিন বলেছিলেন " সব সময় রোগিদের দেখার সময় নিজের আপনজন ভাববে ,তাদের সহানুভূতি ও সহমর্মিতার সাথে দেখতে হবে।" আমি যখনই কোন রোগী দেখি কথাটা মনে হয় আর মাহতাব ভাই এর কথা মনে করি। সবসময় মনে করব। খুব কষ্ট হচ্ছে। ওনার সাথে আর দেখা হবে না, কথা হবে না। আদর করে উনি আর বলবেন না " মিলি তোমাদের সবার কি খবর? একদিন তোমরা বাসায় আস। আগের মত একটু সময় কাটাই।" উনি চলেই গেলেন। মাহতাব ভাই, ভালো থাকবেন।


প্রবাসী প্রথিতযশ চিকিৎসক, সুলেখক বি এম আতিকুজ্জামান
এক শোকবানীতে বলেন ,
Our beloved alumni Professor Dr Mahtab Uddin Hasan expired.


He served as Head of the department of Medicine of CMC and was serving as Principal of Chittagong Marine City Hospital.

He was a great educator, physician, leader and a wonderful human being. His early demise is a big loss.

May Allah forgive his sins and accept him for Jannatul Ferdous. Our sincere condolences for his family and friends.

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়