Ameen Qudir

Published:
2016-12-15 05:48:06 BdST

ডাক্তারদের অধিকার আদায়ের শিল্পীসংগ্রামী বাহারুল


 

 

 

ডা. শিরিন সাবিহা তন্বী

_________________________

সমগ্র বাংলাদেশে চিকিৎসকের অভাব নেই।এদের মধ্যে অনেকের ডায়াগনোসিস ভাল,কারো অপারেশনের হাত ভাল।কেউ মেডিসিন,কেউ সার্জারী আবার কেউ বা গাইনী।কারো প্রাকটিস ভাল,কেউ পড়ান ভাল।


কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি- হাতে গোনা দু এক জনকে বাদ দিয়ে নিজেদের অধিকার আদায়ের ক্ষেত্রে,,চিকিৎসকদের সম্মান পুনুরুদ্ধারের ক্ষেত্রে এরা কেউ ভাল না।।


বরং এদের নির্লিপ্ততা,আত্মহংকার আর আত্মকেন্দ্রিকতা পুরো চিকিৎসা পেশার উপর ধ্বস হয়ে নেমেছে।

আর এই ক্রান্তিকালে একজন অকুতোভয় কিংবদন্তী চিকিৎসক দিন রাত নিজেকে নিঃস্ব করে চিকিৎসকদের অধিকার আদায়ের লড়াইটা লড়ছে।

কে তিনি!!

তার জন্য ভোট চাইবার দুঃসাহস আমার নেই।।

অনেক অনেক শুভকামনা শেবাচিম চতুর্থ ব্যাচের ডাঃ বাহারুল আলম স্যারের জন্য!

তার লড়াইয়ের ঝান্ডাটা বয়ে নেয়ার মত তরুন চিকিৎসক দল তৈরী হোক - এই কামনায়।
_____________________________


লেখক শিরিন সাবিহা তন্বী
, মেডিকেল অফিসার , শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়