Ameen Qudir

Published:
2016-12-13 16:48:24 BdST

বাতিল পড়ে থাকে অর্ধযুগ : ডাক্তারের বসার জায়গা নেই


 

 


কত যুগ ধরে পড়ে আছে বাতিল মালপত্র; কেউ জানে না।

 

___________________________

ডা. রাহাত আরা নূর
______________________________


সরকারী হাসপাতাল গুলোর নষ্ট হয়ে যাওয়া বাতিল সরন্জাম নিয়ে লিখছি।
আপনারা অনেকেই হয়ত জানেন আমি মাঠে মাঠে ঘুরে ঘুরে প্রত্যন্ত অঞ্চলে কাজ করি। বিভিন্ন হাসপাতালগুলো যখন পরিদর্শন করি একটা ব্যাপার আমাকে খুব কষ্ট দেয়। পুরোনো লক্কর ঝক্কর মার্কা হাসপাতাল সরন্জামাদি। এমনিতেই সরকারী এই হাসপাতাল গুলোতে জায়গার সংকুলান হয় না। যদি কোনো নতুন ডাক্তারকে কোনো উপজেলা হাসপাতালে পোস্টিং দেয়া হয় তাহলে দেখা যায় তার বসার জন্য কোনো রুম দেয়া যাচ্ছে না। অথচ বছরের পর বছর এই সব নষ্ট হয়ে যাওয়া মালপত্র জায়গা দখল করে আছে। এই সব নষ্ট জিনিষ ফেলে দেয়া বা ধ্বংস করার প্রক্রিয়াটা খুব জটিল আর দীর্ঘ। তাই একের পর এক প্রসাশনিক কর্মকর্তা আসে আর যায় কিন্তু কেউ দায়িত্ব নিয়ে কাজটি করে না। কিন্তু কেন? আর কত অবহেলা? কবে হবে আমাদের সেই বোধ? এই প্রক্রিয়াটা কি কোনো রকম সহজ করা যায় না? একটা পরিপত্র জারির মাধ্যমে একই সাথে সব উপজেলা, জেলার নষ্ট হয়ে যাওয়া মালপত্র ধ্বংস করার ব্যবস্থা করা যায় না?

 

 এই সব নষ্ট জিনিষ ফেলে দেয়া বা ধ্বংস করার প্রক্রিয়াটা খুব জটিল !

 

_
কত যুগ ধরে পড়ে আছে বাতিল মালপত্র; কেউ জানে না। 

 

কি পিজি হাসপাতাল; কি উপজেলা হাসপাতাল; সব জায়গার যুগজয়ী শোভা নষ্ট এ্যাম্বুলেন্স।

 

এসব বছরের পর বছর রাখতেই হবে; মহামূল্যবান সম্পদ যে।

 

ছবি তুলেছেন ডা রাহাত আরা নূর।

_____________________________

 

লেখক ডা. রাহাত আরা নূর । সুলেখক। লোকসেবী চিকিৎসক। পপুলেশন কাউন্সিল , ঢাকা অফিসে আছেন। প্রাক্তন সিএম সি।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়