Ameen Qudir

Published:
2018-07-20 19:06:59 BdST

কলকাতার মেডিকেল কলেজে অনশনরত আন্দোলনকারী ছাত্র -ছাত্রীদের প্রতি


 

 


প্রফেসর ডা অনির্বাণ বিশ্বাস
______________________________

মেডিকেল কলেজে অনশনরত আন্দোলনকারী ছাত্র -ছাত্রীদের প্রতি


সমস্ত আবর্ত থেকে ফিরে এসো, বলিনি সন্তান আমার,
সে কথা বলিনি৷

বলেছিলাম, আমাদের কালপর্বে যে-ভাঙন
তার উৎস কোথায় এই চণ্ড-সামাজিকতার ?

আজকে যে-স্তরগুলি তৈরি হয়ে আছে
আমরাই কি নির্মাণ করিনি ঘূর্ণিপাক ?

শববাহকেরা এখন বৃত্তের ভিতরে ঘুরে বেড়াচ্ছে
শ্মশানযাত্রীরা নদীর ঠিকানা ভুলে
আমার দিকে ধাবমান

আর দেখো,
ভূমিকে নির্ভূম করে ভূস্বামীরা আগুন দিচ্ছে চুল্লীতে

সব প্রতিরোধ ভেঙে গেলে
কোনো সূচনা, প্রবাহ থাকবে না, তাই কি হয়?

বলেছিলাম, বজ্র-ভরা দিনগুলো আবার ফিরে আসছে, আসবে ...
এইতো আমি...আমরা স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি...তোমাদের চারপাশে হাতে হাত ...এক আগুন বলয়ে ।
____________________________

  • প্রফেসর ডা অনির্বাণ বিশ্বাস । কলকাতার প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। কবি। কল্যাণ চিন্তক।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়