Ameen Qudir

Published:
2016-12-10 18:04:16 BdST

বিএমএ নির্বাচন নিয়ে লেখা হচ্ছে কবিতাও


 

  

বিএমএ নির্বাচন নিয়ে লেখা হচ্ছে কবিতাও

 

হিমালয় থেকে বলছি
ডা:রাকিব উদ্দিন

আমি ডা: মুজিব-ডা:ফয়সল পরিষদ নামক
হিমালয় থেকে বলছি
দৃপ্ত শপথে বজ্রকন্ঠে স্বাধীনতার কথা বলছি
আমি হিমালয় থেকে বলছি।

ইতিহাস থেকে সাক্ষ্য নিয়ে বিবেকের আদালতে
সত্যের জয় আমি ঘোষনা করতে এসেছি রাজপথে
আমি হিমালয় থেকে বলছি।

মানবসেবার ঝান্ডা হাতে দূয়ার খুলে বসেছি
সেই মানবের কাছে ভগবান থেকে কসাই হয়েছি
আমি হিমালয় থেকে বলছি।

আমি বন্দি আজ শত মানুষের অভিযোগের যাঁতাকলে
কথায় কথায় লোকে আমায় মারব ধরব বলে
আমি যখন হালাল পথে রুটি রুজির সন্ধানে
অন্ধকারে হায়েনারা তখন কলার ধরে টানে।

রক্ষক হয়ে সামনে আসে বিএমএ নামক দেয়াল
হিমালয় হয়ে সামনে দাঁড়িয়ে আমায় করে আড়াল
আমি সেই হিমালয় থেকে বলছি।

আবার যখন কাঁঠগড়াতে দাঁড়ানো আমি নিতে শ্রীঘরে
তখনই আবার এই হিমালয় বন্ধু হয়ে লড়ে
আমি সেই হিমালয় থেকে বলছি।

মিথ্যে অভিযোগ আর অপবাদে আমি যখন জর্জরিত
রাজপথ তখন এই হিমালয়ের গর্জনে প্রকম্পিত
আমি সেই হিমালয় থেকে বলছি।

সময় এসেছে এবার আমার তাঁদের কিছু দিতে
বিবেকের আদালতের রায়ের প্রতিফলন ঘটাতে
ডা:মুজিব-ডা:ফয়সল পরিষদের ৬৭ জন সৈনিক
হিমালয় হয়ে ঝড় সামলাতে তাঁরা আজ নির্ভীক
আমি সেই হিমালয় থেকে বলছি।

কেমনে আমি ভূলে থাকব তাঁদের অতীত অবদান
তাঁরা না হলে সইতে হবে অপঘাত আর অপমান
না না না আমি ভূল করবনা কোনভাবেই না না
কারণ আমি এখন স্বার্থপর নিজের লাভটা কি বুঝবনা?

তাই আমি বলতে এসেছি সেই হিমালয়ের কথা
২২শে ডিসেম্বর ভূল হবেনা ষড়যন্ত্র করা বৃথা
মিছিল হবে,স্লোগান হবে,হবে মুজিব-ফয়সলের বিজয়
ডা:মুজিব-ডা:ফয়সল পরিষদ আমাদের হিমালয়
আমি সেই হিমালয় থেকে বলছি।

__________________________

 

কবি ডা:রাকিব উদ্দিন ; ইন্টার্ন করছেন Ibrahim Iqbal Memorial Hospital (Pvt) Limited এ ।

 

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়