Ameen Qudir

Published:
2016-12-09 00:06:29 BdST

মেডিকেল ভাইভাবোর্ড নাকি রঙ্গমঞ্চ


 


একটি সম্মেলনে ভাইভা নিয়ে কৌতুক নকশা

 

_________________________________

ডা. তরফদার জুয়েল
___________________________

মেডিকেল কলেজে ভর্তির পর পরীক্ষা মানেই ভাইভা, তা সে আইটেম, কার্ড, টার্ম, এসেসমেন্ট, প্রফ যাই হোক না কেন, মোটামুটি হাজার খানেক ভাইভা দিতে হয় ৫ বছরে। এই সময়ে বিচিত্র সব ঘটনা ঘটে।

___ঘটনা-১______

"দাড়ান" শব্দটা ব্যবহারের অভ্যাস যাদের আছে, তারা প্রথম ভাইভাতে গিয়ে-

শিক্ষক: বলত বাবা, এটা কি?
ছাত্র: দাড়ান, বলছি।
শিক্ষক: কি???? আমি দাঁড়াবো!!!!
ছাত্র: না মানে ইয়ে এ এ !!

ঘটনা-২
______________
কোন উত্তরে রেফারেন্স কিভাবে বলতে হয়? জানা না থাকলে-

শিক্ষক: বলত বাবা, অমুক নার্ভের সাথে অমুক মাসলের রিলেশন কি?
ছাত্র: স্যার,.....(উত্তর ঠিক আছে)
শিক্ষক: কই থেকে পড়ছ?
ছাত্র: স্যার, মান্নানের বই থেকে।
শিক্ষক: কার বই থেকে?
ছাত্র: মান্নানের বই থেকে!
শিক্ষক: কি?? মান্নান! ! মান্নান কি তোর ছোট ভাই?

ঘটনা-৩
______________

বিদেশি ছাত্র দেশি শব্দের মারপ্যাঁচে পড়লে যা হয়-

রোগি দেখা বা হাত দিয়ে পরীক্ষা করার আগে অনুমতি নিতে হয়। সালাম দিয়ে, পরিচয় দিয়ে বলতে হয়- মা বা বাবা, আপনার গায়ে হাত দিয়ে আমি একটু পরীক্ষা করে দেখব, আপনার কোন অসুবিধা হবে না, ব্যথা হবে না, যদি হয় আমাকে বলবেন।

এখন বিদেশি ছাত্র ভাইভা দিতে গিয়ে বলছে-
বাবা, আপনার গাইই হাত দে কিচু পরীক্ষা করব, আপনার কোন সুবিধা হবে না, বেটা হবে না, হলে আমাকে বলবেন ।

রোগি আর শিক্ষকের এক্সপ্রেশন তখন দেখার মত ।

ঘটনা-৪
_______
"আপনার" শব্দটা কারো মুদ্রাদোষ হলে এনাটমি পরীক্ষায় যা হয়-

ম্যাডাম: এই অর্গানটা (Male organ) হাতে নাও আর ডিটেইলস বল
ছাত্র: ম্যাডাম, এই হল আপনার.....
ম্যাডাম: কি!!! আমার না তোমার!!!

____________________________

 

লেখক ডা. তরফদার জুয়েল । সুলেখক।
Honorary Medical Officer at Dhaka Medical College & Hospital
Studies Surgery at Bangladesh College of Physicians and surgeons
Studied MBBS. at Rajshahi Medical College

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়