Ameen Qudir

Published:
2016-12-05 23:40:53 BdST

মেডিকেল কাপল কেমন হয়


 

 

তানভীর আহমেদ তালুকদার
____________________________

 

মেডিকেলের কাপলগুলো কিউট হয়।

এই কাপলগুলোকে আপনি টি-স্টলে পাবেন না,কোন টি.এস.সি'র আড্ডায় পাবেন না।
.
সাপ্তাহিক বন্ধের দিন এদের আনাগোনা আশে পাশের কোন রেস্টুরেন্ট/বিনোদন পার্কে।সাপ্তাহিক ব্যস্ততা শেষে একটু খোলা হাওয়া শরীরে মিশাতে।
.
কিউটের কোন মানদন্ড আমার চোখে পড়ে না।

"সাদা-কালো" কিউট হয়।"কালো-কালোও" কিউট হয়।
.
যেহেতু এখানে "ইয়ো ইয়ো" টাইপের ছেলে কম।আপনি পেতে পারেন "সিঁথি" করা চুলের/ফরমাল শার্ট-প্যান্ট পরা কাউকে।
.
কিছু কাপলের ব্যাপ্তি "লাইব্রেরির এক কোনায়"।তারা যে সেখানে প্রেমই করে তা বলবো না,তারা পড়ে প্লাস প্রেম করে।প্রেম করে বলতে একটু "অপলক চোখাচোখি" পর্যন্তই।
.
আমার দেখা সবচেয়ে সুন্দর কাপলগুলা হলো মেডিকেলের কাপলগুলো।এরা প্রেম করে এবং অধিকাংশ ক্ষেত্রে শুভ পরিণয় হয়।ছেলে ডাক্তার,পাত্রীর বাবা "না" করবেন কিসে!!! হা হা।
.
"সাদা এপ্রনে" এরা একেকজন একেকটা পরী, একেকটা রাজকুমার।


___________________________________


লেখক তানভীর আহমেদ তালুকদার , রংপুর মেডিকেল কলেজ , ৪২ তম ব্যাচ।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়