Ameen Qudir

Published:
2017-08-06 18:17:15 BdST

বরিশাল শেবাচিমে নার্সের স্বামী যে ডাক্তারকে মেরেছে,তারাই সুস্থ করেন তার ছেলেকে


 

 

 

ডা. শিরিন সাবিহা তন্বী

________________________________

বৃহস্পতিবার রাতে শেবাচিম এ ব্রাদার এবং নার্সদের বিক্ষোভ।পরিচালক স্যার কে অনুরোধ করে বাচ্চার চিকিৎসার জন্য নার্সকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

 

নার্স এলিজা এবং তার স্বামী যে বিভাগের ডাক্তারকে প্রহার করেছে,সেই বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররাই ওর ছেলেকে সুস্থ করে তুলেছেন।

 

সকাল নটায় আর পি মেডিসিন এর রূমে একত্রিত হয়ে আমরা পরিচালক স্যারের রুমে যাই।অবাক হয়ে জানতে পারি।নার্স কতৃক এই নোংরামি পৌছে গেছে স্বাস্থ্য মন্ত্রীর কানে।তিনি এমপি তালুকদার ইঊনুস স্যারকে পাঠাচ্ছেন আমাদের সাথে বসার জন্য।
প্রথমে অসীকৃতি জানিয়েও পরিচালক স্যারের এস্যুওরেন্স পেয়ে আমরা বসলাম।রুম ভর্তি আমরা সব চিকিৎসক।এমপি মহোদয় আমাদের সব কথা শুনলেন।দাবী শুনলেন।
এম পি স্যারের অনুরোধে পাঁচজন নার্সকে রুমে ঢুকতে অনুমতি দেয়া হলো।আমরা কয়েকজন থাকলাম।
খুব ই আশ্চর্যজনক ভাবে দেখলাম শ খানেক নার্স ব্রাদার ঢুকলেন।প্রচন্ড ঔদ্ধতপূর্ন ছিল তাদের আচরন।
এমপি স্যার এডভোকেট।তিনি ডাক্তারদের ইমোশনকে বুঝতে বাধ্য হয়েছেন।
সব নার্সদের একি কথা।বড় তালগাছ টা তাদের।মামলা হতে পারবে না।
আমাদের দাবী দুটো।ওসিকে মামলা নিতে হবে।বিভাগীয় মামলা হবে।
তারা একের পর এক মিথ্যা গল্প বললেন।কেউ গুছিয়ে সত্য বলতে পারল না।
ঐ সিস্টার অন্যায় করেছে তারা স্বীকার করেছে।কিন্তু মামলা দেয়া যাবে না।
আমরা আমাদের দাবীতে অনড় ছিলাম।এক পর্যায়ে আমরা রাগ করে রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম।
এমপি স্যারের অনুরোধে থাকলাম।এক পর্যায়ে নার্সগন বললেন হলি ফেমিলি থেকে নার্সিং পাস করে এসেছে বলে ঐ এলিজা ডেকরাম জানে না।তাকে ক্ষমা করতে হবে।তার স্বামীর বাড়ী টাঙ্গাইল।
ডাঃ পনির দিনাজপুর মেডিকেলের ছাত্র ছিলেন।বরিশালের ছেলে।
বরিশাল মেডিকেলে বসে বরিশালের স্থানীয় ডাক্তারকে কুৎসিৎ গালি দিয়েছে,মেরেছে।পনির ভাইয়ের রুমের এমএলএসএস এর বক্তব্যে ফুঁসে উঠেছিল সব ডাক্তার।কারন ওকেও চেয়ার দিয়ে আঘাত করা হয়েছে।বেশ ফুঁলে আছে তখন ও!
শেষ পর্যন্ত ওসি মামলা নিলেন।বিভাগীয় মামলার প্রস্তুতি ও সম্পন্ন।
আমরা এই অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত বিচার পাওয়ার লড়াই চালিয়ে যাব।
শেবাচিমের সকলকে একটু ধের্য্য ধরতে বলব কটা দিন।ওরা চাচ্ছে একটা ঝামেলা করে ডাক্তারদের দোষী করতে।আর ঝামেলা হলে সুযোগ লুফে নেয়ার জন্য প্রস্তুত সকলে।
আমরা বিচার পাবো।পেতেই হবে।
Dr Sherin Sabiha Tonny
Barisal.

 

 

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়