Ameen Qudir

Published:
2017-05-23 04:41:10 BdST

প্রয়োজনে কমপ্লিট শাটডাউন, ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরীর ডাক


 

 

মো. ফয়সল ইকবাল চৌধুরী

 

__________________________________

 

প্রয়োজনে কমপ্লিট শাটডাউন, কোন আপোষ নয়, সেই কুলাঙ্গার প্রক্টরের পদত্যাগ, তার বিরুদ্ধে মানহানি মামলা করা, এবং ছাত্রনামধারী ঐ সব সন্ত্রাসীদের বিরুদ্বে যথাযথ আইনী ব্যবস্হা গ্রহন না করা পর্যন্ত আন্দোলন চলবে,।
কমপ্লিট শাটডাউন এর জন্য চট্টগ্রাম প্রস্তুত,। দিকনির্দেশনার অপেক্ষায় রইলাম। শুধু একদিন চেম্বার বন্ধ করে কিছুই হবে না, প্রাইভেট প্রাকটিস, কর্পোরেট হাসপাতাল, বেসরকারি ল্যাব, ক্লিনিক সব একসাথে বন্ধ করতে হবে।
মহামান্য হাইকোর্ট থেকে একটি রুলিং চাই বিশেষঞ্জ তদন্ত কমিটি কতৃক ভূল চিকিৎসা বা অবহেলা প্রাথমিকভাবে প্রমানিত হওয়ার আগে কোন চিকিৎসক বা চিকিৎসা সেবা প্রতিষ্টানের বিরুদ্বে কোন প্রকার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে না।
___________________________

ডা. ফয়সাল ইকবাল চৌধুরী
প্রখ্যাত পেশাজীবী নেতা । সুলেখক। লোকসেবী ডাক্তার।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়