Ameen Qudir

Published:
2017-03-23 17:18:51 BdST

কেন ডাক্তার হলাম : এক নবীন চিকিৎসকের অব্যক্ত আকুতি


 

_________________________

 

এই পোস্ট যখন লিখছি তখন আমি প্রচণ্ড হতাশাগ্রস্থ

কেন, কারণ জানতে চান?

তবে বলছি:

ডাক্তারদের যে কোনো বিষয় মার্কেটের হট কেক...

যদি কোনো ডাক্তার ডিউটিরত অবস্থায় (প্রাইভেট+সরকারী) বায়বীয় কর্মও করেন সেটাও হয়ে যাবে পত্রিকার শিরোনাম ।

আপনি সামাজিক পাড়ায় সেসবের কপিপেস্ট, স্ক্রিনশট, কিংবা লিংকের ফটোকপি পাবেন...শতভাগ নিশ্চিত ।

সেদিন এক মহামান্য বিশেষজ্ঞের গবেষণা দেখলাম, পিএইচডি যারা করেন তারাই নাকি আসল ডাক্তার

এমবিবিএস ডিগ্রীধারী যারা ডাঃ লেখেন সেটি নাকি ভুল...

বিধি দড়ি কোথায়?

চরিত্রহীন, ঘুষখোর, কমিশনবাজ, খুনী, দালাল, অমানুষ, পশু, কসাই...এগুলো পুরোনো কথা ।

নতুন নতুন আরো অনেক টার্ম হয়ত সময়ের ব্যবধানে সমৃদ্ধ করবে ডাক্তার বিরোধী শব্দকোষে ।

কষ্ট হয় এবং হচ্ছে, সমাজের সবচেয়ে মেধাবী, ভদ্র ও ভালো ছেলেটি/মেয়েটি কিভাবে এমন হয়ে গেল?

ভর্তি হবার পর থেকেই একজন মেডিকেল স্টুডেন্টরূপী ভবিষ্যৎ ডাক্তার হয়ে যান অসামাজিক ।

তাদের জীবনে আনন্দ, উল্লাস, অনুষ্ঠান যেন দূর আকাশের চাঁদ ।

যে ছেলেটি জীবনে প্রথম ছাড়া দ্বিতীয় হন নি, তিনিই বারবার অকৃতকার্যের খাতায় নাম লিখান ।

এখানেও একটা কারণ আছে...সেটা আরেকদিন বলব ।

তবে, তাই বলে কি তারা আনন্দ করেন না...!?

করেন...!!!

কখন জানেন...!? একটি আইটেম পরীক্ষায় যখন স্যার বলেন, ‘বাহ! তুমি তো আজ ভালোই পড়ছো!!’

আনন্দের সীমা পরিসীমা থাকে না, যখন রুমমেট সবাই একসাথে এক পরীক্ষায় পাশ করেন ।

যখন একজন মরণাপন্ন রোগীকে সুস্থ করে তোলেন, পরম মমমতায় ।

আপনি কতজন ডাক্তারকে চেনেন, জানেন??

তাদের প্রত্যেকের জীবনেই এই গল্পগুলো সত্য...

পৃথিবীতে মেসি, রোনালদো, শাহরুখ, সালমান একজন করেই আছেন ।

তাঁদের কাজ আমাদের বিনোদন দেয়া...।

এমন একজন মেসি, রোনালদো কিংবা শাহরুখ পাবেন না যিনি, একটি জীবন বাঁচাতে পারেন ।

কিন্তু আমরাই প্রতিনিয়ত সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি...উপরওয়ালার দয়াতে...

আপনার মা, বাবা, স্বামী, স্ত্রী, সন্তান যে যে মূহুর্তেই অসুস্থ হোক না কেন, ডাকবেন, জীবন বাঁচাতে নিজের জীবন বাজি রাখতেও দ্বিতীয়বার ভাববো না ।

তবুও ভালো থাকুন সবাই ।

___________

 


ইমরান হোসেন
চট্টগ্রাম মেডিকেল কলেজ ।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়