Ameen Qudir

Published:
2017-03-15 16:12:33 BdST

নার্স কেন ইনজেকশন দিল রোগীকে:বক্ষব্যাধি হাসপাতালে ব্যাপক ভাংচুর


ডা. শাহজাহান সাজু
_____________________________

এবার এই ঘটনাকে কি বলবেন স্বাস্থ্যমন্ত্রকের লোক জন।
একজন নার্স জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের এক রোগীর জীবনরক্ষায় সর্বাত্মক চেষ্টা করেছিলেন। দিয়েছিলেন জীবনরক্ষার ইনজেকশন। তারপরও শেষ রক্ষা হয় নি।

একই সঙ্গে শেষ রক্ষ হয় নি জাতীয় প্রতিষ্ঠান
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালেরও। রোগীর স্বজনরা স্বজনরা ব্যাপক ভাংচুর চালিয়েছে রাজধানীর মহাখালীর এই হাসপাতালে।
চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের সবরকম চেষ্টা স্বত্তেও মারা যাওয়া ওই রোগীর নাম আবুল হাসেম (৭৫)। তার বাড়ি কুমিল্লায়।
এখন থেকে কি আর ডাক্তার বা স্বাস্থসেবাকর্মীদের সেবা দরকার নেই রোগীদের। রোগীদের আত্মীয়স্বজনরা নামকা ওয়াস্তে রোগীকে হাসপাতালে এনে নিজেরাই কি মনমত চিকিৎসা দেবেন। রাষ্ট্র সরকার ডাক্তারদের সেসব প্রশ্রয় দেবেন আর দোষ চাপাবেন ডাক্তারদের ওপর।

দেশের মিডিয়াগুলো মনখুশি রিপোর্ট করে দেশের বাইরে রোগী পাচারে অব্যাহত সহযোগিতা করবে ।
এটাই কি বাংলাদেশের নিয়তি।

কি ঘটেছিল , আসুন সেটা জানি।
বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক শাহেদুর রহমান খান মিডিয়াকে জানান, যক্ষ্মারোগী হাসেমের মঙ্গলবার হাসপাতাল ছাড়ার কথা ছিল। কিন্তু সকালে তার হার্ট অ্যাটাক হয়।

সাথে সাথে তাকে অক্সিজেন, ইনজেকশনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যেই রোগীর স্ত্রী ফোন করে ছেলেসহ অন্যদের আসতে বলেন। তাদের কাছে অভিযোগ করেন, নার্সরা নাকি ইনজেকশন দিয়ে রোগীকে মেরে ফেলেছে। তারা এসে না বুঝে ইনজেকশন দেওয়ার কারণে মৃত্যু হয়েছে- অভিযোগ তুলে কিছু ভাংচুর করে।
পরে ডাক্তাররা বুঝিয়ে বললে বুঝতে পারে। এবং অারও সহিংসতা থেকে বিরত হয়।

এ ব্যাপারে এক পুলিশকর্মকর্তা বলেন, “পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সঙ্গে আলোচনায় বসলে তারা বুঝতে পারেন তাদের বাবার চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি। তাই তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মুচলেকা দিয়ে হাসপাতাল ছাড়েন।

যে কোন মৃত্যুই কাম্য নয়। গভীর বেদনাদায়ক। কিন্তু চিকিৎসাসেবাকর্মীরা সর্বাত্মক চেষ্টা করার পরও কেন হাসপাতাল ভাঙচুর করলেন।

দেশের বেশীর ভাগ বহুল প্রচারিত মিডিয়ায় খবরটি এসেছে চিকিৎসার গাফিলতি হিসেবে।
কোন মিডিয়াই সরকারী তথা জাতীয় সম্পদ ধ্বংসের জন্য দুস্কৃতকারীদের মাস্তানিকে নিন্দা করে কিছু লেখে নি।

দেশের সরকারি হাসপাতালগুলো এখন গুন্ডামি মাস্তানির অভয়ারন্য হয়ে উঠেছে। এখানে সেবা নিতে এসে অনেকেই উগ্র সহিংসতা দেখান মাঝেমধ্যেই।

মাননীয় মন্ত্রী কি দয়া করে হাসপাতাল রক্ষায় কোন ব্যবস্থা নেবেন।

_________________________

লেখক ঢাকার একটি হাসপাতালের চিকিৎসক।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়