Ameen Qudir

Published:
2017-03-14 21:49:00 BdST

এই দেশে ডাক্তার হওয়াটাই একটি আজন্ম পাপ


 




ডা. মুহাম্মদ ইমরান
_________________________

 

 

 

এই ছবিটা চিকিৎসা বিজ্ঞানের ক্লিনিক্যাল examination এর একটি রেফারেন্স বইয়ের ।

যেখানে পেট ব্যাথা পরীক্ষা নিরীক্ষা নিয়ে এবং কতটুকু exposed করতে হবে তা আলোচনা করা হয়েছে ।

হঠাৎ করে পেট ব্যাথার অনেক কারণ থাকতে পারে, যার কিছু সাধারণ আর কিছু ভয়াবহ যেমন burst appendix, ectopic pregnancy, pancreatitis, inf MI etc..

একজন চিকিৎসক শুধু মাত্র পেটে হাত দিয়ে অনুভব করে,পেট দেখে এবং কিছু প্রশ্ন (কিছুটা অবশ্যই তথাকথিত গোপন প্রশ্ন ) করে রোগের একটা ডায়াগনোসিস এ পৌছে চিকিৎসা দিতে পারেন ।

এসব না করে চিকিৎসা দেওয়া ডাক্তার আর ফার্মেসি ওয়ালার হাতুড়ে চিকিৎসা মধ্যে কোন পার্থক্য নেই ।

এবার আসি মূল কথায় ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের ডা মোস্তফা কামাল হোসেন এই কাজ টি করার চেষ্টা করেছেন এবং অবশ্যই রোগীর অনুমতি নিয়ে, তার সাথের কয়েকজন বান্ধবীর উপস্থিতিতে, রোগীর যথেষ্ট শালীনতা বজায় রেখে ।


ঐ সময়ে এই ব্যাপারে রোগীর কোন অভিযোগ নেই কিন্তু আধ ঘণ্টা পরে ঐ রোগীর বন্ধুরা এসে উক্ত ডাক্তার কে চিকিৎসা উদ্দেশ্য পেটে হাত দেওয়ার অপরাধে মারধর করেন, যৌন হয়রানির অভিযোগ তুলেছেন ।

ঐ রাতে প্রশাসনের সহায়তায় উনাকে রোগীর বন্ধুদের নির্যাতন থেকে উদ্ধার করা হয় ।এখন ঐ ডাক্তারকে সামাজিক ভাবে হেয় করা হচ্ছে, চাকরি থেকে অপসারণের দাবি করা হচ্ছে ।


যথারীতি পত্রিকা গুলো তে ডাক্তারের বিরুদ্ধে রিপোর্ট আসছে, জনগণ কে ভূল তথ্য দেওয়া হচ্ছে ।

উপজেলা পর্যায়ে সন্ধ্যার পর স্বাভাবিক ভাবেই কোন মহিলা ডাক্তারকে জরুরী বিভাগে ডিউটি দেওয়া যায় না । মহিলা-পুরুষ- শিশু, জরুরি-অজরুরী সব রোগী পুরুষ ডাক্তার কেই দেখতে হয় । এখন কি পুরুষ ডাক্তার গন এইসব হেনস্থার ভয়ে মহিলা রোগী না দেখে ফেরত দিবেন ?


আর সিরিয়াস কোন কারণে মারা গেলে তার দায়িত্ব কে নিবে?

তখন কি চিকিৎসা অবহেলার কারণে ডাক্তার কে নির্যাতন করবে না?

দেশে ডাক্তারদের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই দেশে ডাক্তার হওয়াটাই একটি আজন্ম পাপ ।
___________________________

ডা. মুহাম্মদ ইমরান । সুলেখক।

আপনার মতামত দিন:


ক্যাম্পাস এর জনপ্রিয়