Ameen Qudir

Published:
2017-03-12 19:41:19 BdST

আটকে গিয়েছিল বিএসএমইউর লিফট : ফাঁক গলিয়ে বের করা আটকা পড়া লোকদের



সংবাদদাতা
________________________


বাংলা দেশের শীর্ষতম মেডিকেল প্রতিষ্ঠান ও শীর্ষ চিকিৎসালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আউটডোরের লিফট ১২ মার্চ সকালের দিকে আটকে গিয়েছিল : অবশেষে ফাঁক গলিয়ে বের করা হয় লিফ্টযাত্রীদের।

এসময় অাতঙ্কের আবহ তৈরী হয়।

পরে আড়াই ফুট ফাঁক গলিয়ে বের বের করা হয় আটকা পড়া লোকজনকে।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়