DR. AMINUL ISLAM
Published:2025-01-15 15:21:50 BdST
বিএসএমএমইউর ফরেনসিক মেডিসিন রেসিডেন্সির পরীক্ষার সূচি এক ক্লিকে জেনে নিন
বিএসএমএমইউ বিজ্ঞপ্তি
_________________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি ফরেনসিক মেডিসিন রেসিডেন্সি প্রোগ্রামের জানুয়ারি ২০২৫ শিক্ষাবর্ষের লিখিত, মৌখিক, ব্যবহারিক ও থিসিস পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সূচি প্রকাশিত হয়।
পরীক্ষার রুটিনটি দেখতে ক্লিক করুন নিচের লিঙ্কে --
https://drive.google.com/file/d/1vkH1_C1nFp2x71fJUhXOg84TGnHWXTsT/view
সূচি অনুযায়ী, এমডি ফরেনসিক মেডিসিন রেসিডেন্সি প্রোগ্রামের লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি। এতে ২৫ জানুয়ারি ২য় ও ৪র্থ সেমিস্টারের গবেষণা পদ্ধতি এবং বায়োস্ট্যাটিস্টিক্স, শারীরিক ও যৌন নির্যাতন (ব্যবহারিক) বিষয়ের পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়।
এছাড়া থিসিস প্রতিরক্ষা বিষয়ের ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
আপনার মতামত দিন: