Saha Suravi

Published:
2025-02-17 23:50:31 BdST

অকালেই চলে গেলেন বিএসএমএমইউ-র ট্রান্সফিউশন মেডিসিনের অধ্যাপক ডা. আতিয়ার




ডেস্ক
_______________________

অকালেই চলে গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়: বিএসএমএমইউ-র ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৭/২/২৫ তারিখ সন্ধ্যা ৭:৩০মিনিটে মারা গেছেন তিনি ।
তার শুভানুধ্যায়ীরা জানান, " ভদ্রতার প্রতিচ্ছবি একজন মানুষ, কত সহজ তার আচরণ। এত বড় পদধারী একজন কোন সময়ই বোঝা যেত না। অমায়িক ভদ্রলোক। অকালেই চলে গেলেন তিনি। তার জীবন ছিল তারুণ্য ও কর্মশক্তিতে ভরপুর। চলে যাওয়ার মত যথেষ্ট বয়সও হয় নি তার। "

সন্ধানী কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন কেন্দ্র এর প্রথম বিশেষজ্ঞ ছিলেন বিএসএমএইউ এর ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান ।
সন্ধানীর এই সেন্ট্রাল ব্লাড ব্যাংক প্রতিষ্ঠায় এবং তা পরবর্তীতে রক্ষণাবেক্ষণে তার অবদান অনস্বীকার্য।
জানা যায়,
ম্যাসিভ হার্ট এটাক হয়েছিল তার। প্রথমে বিএসএমএমইউ হাসপাতালে, তারপরে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
বিএসএমএইউ এর ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএসএমএমইউর মনোরোগ বিদ্যার প্রফেসর ডা. সুলতানা আলগিন । শোকবার্তায় তিনি বলেন,
তাঁর পরিবার সদস্য , সহকর্মী এবং শুভানুধ্যায়ীসহ সকলের সঙ্গে সমব্যথী হয়ে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাই।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়