Saha Suravi
Published:2024-11-13 10:56:51 BdST
বিএসএমএমইউ-র ডীন ও মাইক্রোবায়োলজির অধ্যাপক আহমেদ আবু সালেহ আর নেই
ডেস্ক
__________________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়: বিএসএমএমইউ-র
বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডীন এবং মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক আহমেদ আবু সালেহ আজ ১৩/১১/২০২৪ তারিখ সকাল ৯টা ১০ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করেছে । তাঁর জানাজা জোহর নামাজের পরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
বিশিষ্ট স্বাস্থ্য বিষয়ক লেখক ডা. আজাদ হাসান তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। তিনি জানান, উনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ১৮ তম ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন।
আপনার মতামত দিন: