DESK

Published:
2024-08-29 22:45:43 BdST

বিএসএমএমইউর বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজির চেয়ারম্যান হলেন বিভাগের জ্যেষ্ঠতম শিক্ষক অধ্যাপক ডা.মোজাম্মেল হক



ডেস্ক
___________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজির চেয়ারম্যান হলেন বিভাগের জ্যেষ্ঠতম শিক্ষক অধ্যাপক ডা. মো: মোজাম্মেল হক।
২৯/৮/২৪ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তিনি এ নিয়োগ পান।

অফিস আদেশে বলা হয়:
গত ২৩/১১/২৩ তারিখে একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো: মাসুম আলম চেয়ারম্যান নিয়োগ পেলেও তা বিধিসম্মত না হওয়ায় ওই নিয়োগ বাতিল করা হল।
জ্যেষ্ঠতার ভিত্তিতে জ্যেষ্ঠ অধ্যাপক ডা. মো: মোজাম্মেল হককে নিয়োগ দেয়া হল।
বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের জ্যেষ্ঠতম শিক্ষক অধ্যাপক ডা. মো: মোজাম্মেল হক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের অধ্যাপক ডা সুলতানা আলগিন।তিনি বলেন, অধ্যাপক ডা. মো: মোজাম্মেল হক একজন প্রথিতযশ শিক্ষক, চিকিৎসাবিদ্যার লেখক। তিনি শিক্ষার্থীদের কাছে শ্রদ্ধেয় ও প্রিয়। তার লেখা বই মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে বহুল পাঠ্য এবং অতি প্রয়োজনীয় । 

নিচে অফিস আদেশটি দেওয়া হল:

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়