DESK

Published:
2024-09-05 18:45:14 BdST

বিএসএমএমইউ-র নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হলেন অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ



ডেস্ক
______________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ।

আজ ০৫ আগস্ট২০২৪ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

বিএসএমএমইউ-র  মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পাওয়ায়
অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের অধ্যাপক ও সাইকোথেরাপি উইং প্রধান অধ্যাপক ডা সুলতানা আলগিন। তিনি বলেন, অধ্যাপক আজাদ তরুণ, দক্ষ, সফল একজন শিক্ষক এবং জনপ্রিয় বিশেষজ্ঞ চিকিৎসক। আমি তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

ওদিকে
প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর ১৫ (১) ধারা অনুসারে বিএসএমএমইউর মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদকে নিম্নবর্ণিত শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) এর শূন্য পদে নিয়োগ করা হলো।

শর্তসমূহ

১. উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে তাঁর নিযুক্তির মেয়াদ ০৪ (চার) বছর হবে।

২. উপ-উপাচার্য (প্রশাসন) পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

৩. তিনি বিধি অনুযায়ী উপ-উপাচার্য (প্রশাসন) পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

৪. প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে বিএসএমএমইউ আইন, ১৯৯৮ এর ১৫ (২) ধারা অনুযায়ী তাঁর দায়িত্বাবলী পালন করবেন।

৬. রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

নিচে বিজ্ঞপ্তি বিস্তারিত ----

 

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়