DR. AMINUL ISLAM

Published:
2024-09-06 11:53:54 BdST

বিএসএমএমইউর উপ-উপাচার্য (শিক্ষা ও গবেষণা) হলেন অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার



ডেস্ক
__________________________

বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় : বিএসএমএমইউর উপ-উপাচার্য (শিক্ষা ও গবেষণা) পদে নিযুক্ত হলেন বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ ডেন্ট্রিস্ট্রি এন্ড এন্ডোডন্টিকস বিভাগের অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর ১৫ (১) ধারা অনুসারে বিএসএমএমইউর কনজারভেটিভ ডেন্ট্রিস্ট্রি এন্ড এন্ডওডন্টিকস বিভাগের অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদারকে নিম্নবর্ণিত শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(শিক্ষা ও গবেষণা) এর শূন্য পদে নিয়োগ করা হলো।

 

প্রজ্ঞাপনে উল্লেখিত শর্তসমূহঃ

 

১. উপ-উপাচার্য (শিক্ষা ও গবেষণা) হিসেবে তাঁর নিযুক্তির মেয়াদ ০৪ (চার) বছর হবে।

 

২. উপ-উপাচার্য (শিক্ষা ও গবেষণা) পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

 

৩. তিনি বিধি অনুযায়ী উপ-উপাচার্য (শিক্ষা ও গবেষণা) পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

 

৪.উপ-উপাচার্য (শিক্ষা ও গবেষণা) হিসেবে বিএসএমএমইউ আইন, ১৯৯৮ এর ১৫ (২) ধারা অনুযায়ী তাঁর দায়িত্বাবলী পালন করবেন।

 

৫. রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

 

জনস্বার্থে জারি করা এ আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

বিএসএমএমইউর উপ-উপাচার্য (শিক্ষা ও গবেষণা) পদে এই বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ ডেন্ট্রিস্ট্রি এন্ড এন্ডোডন্টিকস বিভাগের অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার নিয়োগ পাওয়ায়
অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের অধ্যাপক ও সাইকোথেরাপি উইং প্রধান অধ্যাপক ডা সুলতানা আলগিন। তিনি বলেন, আমি তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়