Dr. Aminul Islam

Published:
2024-07-11 16:42:09 BdST

বিএসএমএমইউর ২৮ বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ



ডেস্ক
______

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২৮টি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালড (সংশোধন) আইন, ২০১২ এর ১১ ধারায় বিশ্ববিদ্যালয় আইন ১৯৯৮ সালের (১নং আইন) প্রতিস্থাপিত ২৭ (২) ধারা অনুয়ায়ী ১০ জুলাই, ২০২৪ইং তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক এই নিয়োগ প্রদান করেছেন।

যে সকল শিক্ষকবৃন্দ চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন তাঁরা হলেন, মেডিসিন অনুষদ থেকে এন্ডোক্রাইনোলজি বিভাগে অধ্যাপক ডা. মোঃ ফরিদ উদ্দিন, নেফ্রোলজি বিভাগে অধ্যাপক ডা. এ এইচ হামিদ আহম্মদ, মনোরোগবিদ্যা বিভাগে অধ্যাপক ডা. মোঃ মহসিন আলী শাহ, রিউমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. আবু শাহীন, হেপাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, হেমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মোঃ রফিকুজ্জামান খান এবং প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. একেএম মতিউর রহমান ভুঞা। শিশু অনুষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শিশু হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগে অধ্যাপক ডা. মোঃ গোলাম হাফিজ, নিওন্যাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মোঃ আব্দুল মান্নান এবং শিশু নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. রনজিত রঞ্জন রায়। সার্জারি অনুষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সার্জিক্যাল অনকোলজি বিভাগে অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, জেনারেল সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মোঃ ইব্রাহীম সিদ্দিক এবং হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগে অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, কলোরেক্টাল সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মোঃ আবু তাহের, অবসটেটিক্স এন্ড গাইনোকোলজি বিভাগের অধ্যাপক ডা. ফাহমিদা জাবিন, ইউরোলজি বিভাগে অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোঃ আসলাম হোসেন, অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগে অধ্যাপক ডা. এ এইচ এম জহুরুল হক সাচ্চু, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সুশংকর কুমার মন্ডল এবং ভাসকুলার সার্জারি বিভাগে ডা. মোঃ সাইফ উল্লাহ খান। বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মাকোলজি বিভাগে অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, এনাটমি বিভাগে অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমিন, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ডা. তাসকিনা আলী এবং ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. মুনিরা জাহান। ডেন্টাল অনুষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থোডনটিক্স বিভাগে অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মাহমুদা আক্তার এবং প্রস্থোডনটিক্স বিভাগের অধ্যাপক ডা. মোঃ আমজাদ হোসেন।

বিএসএমএমইউ সংবাদ বিজ্ঞপ্তি

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়