DESK

Published:
2024-07-11 11:19:02 BdST

বিএসএমএমইউ র হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক ডা শাহিনুল আলম


ডা. শাহিনুল আলম অধ্যাপক, হেপাটোলজি বিভাগ, বিএসএমএমইউ

 

 

 

ডেস্ক
___________


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক ডা শাহিনুল আলম । তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী । ২৮ তম ব্যাচ।

 

অধ্যাপক অধ্যাপক ডা শাহিনুল আলম বিএসএমএমইউ র হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের অধ্যাপক ও সাইকোথেরাপি উইং প্রধান অধ্যাপক ডা সুলতানা আলগিন। তিনি বলেন, অধ্যাপক  আলমের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।  অধ্যাপক ডা শাহিনুল আলম ও আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে সহপাঠি ছিলাম। তার এই সাফল্যে সিএমসি ২৮ হিসেবে গৌরব বোধ করছি।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়