Dr. Aminul Islam

Published:
2024-06-26 19:36:57 BdST

মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষায় সুযোগ-সুবিধা বৃদ্ধির নির্দেশ বিএসএমএমইউ উপাচার্যের


বিএসএমএমইউ উপাচার্য

 

ডেস্ক
_________

বীর মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসাসেবা ও পরীক্ষা নিরীক্ষা সেবা সহজীকরণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক (Prof. Dr. Deen Mohd. Noorul Huq) ) । আজ বুধবার ২৬ জুন ২০২৪ইং তারিখে মুক্তিযোদ্ধা বিসিএস অবসরপ্রাপ্ত অফিসার্স কল্যাণ সমিতির মুক্তিযোদ্ধারা সাক্ষাৎ করতে এলে মাননীয় উপাচার্য মহোদয় এ নির্দেশ দেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় বীর মুক্তিযোদ্ধারা উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সম্মানিত মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। উপাচার্য এসময় বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাঁদের অবদান অনস্বীকার্য। জীবনের শেষ পর্যায়ে এসে তারা যাতে যথাযথ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সকলের এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় থেকে বর্তমান প্রশাসন আন্তরিকতার সাথে সহজেই ও অগ্রাধিকারের ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা প্রদানে অঙ্গীকারাবদ্ধ।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, মুক্তিযোদ্ধা বিসিএস অবসরপ্রাপ্ত অফিসার্স কল্যাণ সমিতির আহ্বায়ক সচিব (অব:) মুক্তিযোদ্ধা শাহ মোঃ মনসুরুল হক, সদস্য সচিব মুক্তিযোদ্ধা অতিরিক্ত সচিব (অব:) ড. মোঃ আশরাফুল ইসলাম, সদস্য মুক্তিযোদ্ধা গাজী যুগ্ম-সচিব (অব:) মোঃ আলী আকবর, মুক্তিযোদ্ধা যুগ্ম সচিব (অব:) প্রশান্ত কুমার দাস, মুক্তিযোদ্ধা যুগ্ম সচিব (অব:) মোঃ আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা যুগ্ম সচিব (অব:) জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএসএমএমইউ সংবাদ বিজ্ঞপ্তি

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়