ডাক্তার প্রতিদিন

Published:
2024-04-30 11:20:25 BdST

বাংলাদেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস উদযাপন শুরু



______________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্বব্দ্যিালয়ের ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস ৩০ এপ্রিল ২০২৪ এর কর্মসূচি আজ মঙ্গলবার সকালে শেখ রাসেল ফোয়ারার সম্মুখে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন, বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলুন ও কবুতর উড়ানো ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে শুরু হয়েছে। এসকল কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) ও কোষাধ্যক্ষ (অতি.দা.) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ছাত্রছাত্রীবৃন্দ, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রয়েছে সকাল ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর ১টায় রয়েছে শহীদ ডা. মিলন হলে আলোচনা সভা। আলোচনা সভা ।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়