Dr.Liakat Ali

Published:
2024-04-01 17:50:53 BdST

অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান বিএসএমএমইউর নতুন রেজিস্ট্রার


ডেস্ক
______________

আজ সোমবার ১ এপ্রিল ২০২৪ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক আজ সকালে তাঁর কার্যালয়ে এ সংক্রান্ত নিয়োগপত্র অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান এর হাতে তুলে দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, হল প্রোভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএসএমএমইউর প্রাক্তন রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের অধ্যাপক ডা সুলতানা আলগিন। তিনি বলেন, অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান একজন দক্ষ প্রশাসক ও বরেণ্য শিক্ষক।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়