DESK

Published:
2024-03-30 21:38:24 BdST

শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারীবৃন্দ নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানালেন


 

ডেস্ক
______________________

আজ শনিবার ৩০ মার্চ ২০২৪ইং তারিখে বি ব্লকের শহীদ ডা. মিলন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অফিস, ইনস্টিটিউট ও প্রকল্পসমূহের পক্ষ থেকে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
বিভিন্ন বিভাগের প্রধান সহ অধ্যাপক, শিক্ষকগন এসময় উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের পক্ষ থেকে পুষ্পস্তবক তুলে দিয়ে নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানান, বিভাগ প্রধান অধ্যাপক ডা. নাহিদ মেহজাবিন মোরশেদ , ডাক্তার প্রতিদিন সম্পাদক ও সাইকোথেরাপি উইং প্রধান অধ্যাপক ডা. সুলতানা আলগিন, অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব, সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান, ডা. সরদার আতিক , ডা. সিফাত ই সাইদ প্রমুখ।


বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অফিস ও পরিচালক (অর্থ ও হিসাব) অফিস নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জমান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (অর্থ ও হিসাব) জনাব গৌর কুমার মিত্র, সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার ও পিএস টু ট্রেজারার মোঃ আতিয়ার রহমান, সহকারী পরিচালক মনজিত কুমার শীল, সহকারী পরিচালক জয়দেব চন্দ্র পাল, কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, সেকশন অফিসার মোঃ মেহদী হাসান বাবলু, কর্মকর্তা মোঃ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ফুল দেওয়ার
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক,

 

প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান,চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী, লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু, অধ্যাপক ডা. এইচএম জহিরুল হক সাচ্চু, অধ্যাপক ডা. একেএম সালেক, অধ্যাপক ডা. সুভাষ কান্তি দে, অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু, অধ্যাপক ডা. তোহিদ মো. সাইফুল হোসেন দিপু, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ রেজাউর রহমান, স্বাচিপ নেতা সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, সহযোগী অধ্যাপক ডা. কেএম তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. রেজাউল আমিন, অতিরক্তি রেজিস্ট্রার মুহাম্মদ সালাহ উদ্দিন সিদ্দিক, সহকারী অধ্যাপক ডা. জাকির হোসেন সুমন, অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ, ডা. আশরাফুজ্জামান সজীব, ডা. জাহান শামস নিটোল, ডা. সমরেশ চন্দ্র সাহা প্রমুখ।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়