Dr.Liakat Ali

Published:
2024-02-04 18:29:59 BdST

ক্যান্সার আক্রান্ত গরীব রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ ও ক্যান্সার অনুষদ চালুর উদ্যোগ নেয়া হবে


 

ডেস্ক
____________

 

‘দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়’ প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ক্যান্সার দিবস-২০২৪ পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টা (৪ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. ) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে অনকোলিজ বিভাগ আয়োজিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল ফোয়ারা থেকে শুরু হয়ে বটতলা প্রদক্ষিণ করে এ-ব্লক, টিএসসি, ডি ব্লক, জামে মাসজিদ পার হয়ে ক্যান্সার ভবন এফ ব্লকে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জানানো হয়, ২০২১ সালের ক্যান্সার স্টাডি মত সারাদেশে প্রায় বিশ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত । প্রতি বছর দের থেকে দুই লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশসহ বিশ্বব্যাপী ক্যান্সারের চিকিৎসা ও প্রতিরোধ বর্তমান সময়ে বড় ধরণের চ্যালেঞ্জের বিষয়। দিনে দিনে ক্যান্সারের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই এখনই জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। ক্যান্সারের কারণে বিদেশে চিকিৎসা করতে গিয়ে মানুষ সর্বস্বান্ত হচ্ছে। ক্যান্সার রোগীরা মৃত্যুর পর তার সন্তানদের জন্য আর কিছুই রেখে যেতে পারেন না। তাই দেশেই ক্যান্সারের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ আরও বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ক্যান্সারের আক্রান্ত গরীব রোগীদের বিনামূল্যে পরীক্ষার সেবা প্রদান ও ওষুধ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ক্যান্সারের চিকিৎসা কার্যক্রম জোরদার করতে সার্জিক্যাল অনকোলোজি, ক্লিনিক্যাল অনকোলোজি, অকুলোপ্লাস্টি অনকোলোজি, ইএনটি অনকোলোজি, ইউরো অনকোলোজি, গাইনোকোলোজিক্যাল অনকোজি, শিশু হেমাটোলোজি অনকোলোজি, হেমাটোলোজি, হেপাটোলোজিক্যাল অনকোলোজি, রেসপাইরোটারিক্যাল অনকোলোজি, ম্যাক্সিলোফ্যাসিয়াল অনকোলোজিসহ সকল ধরণের ক্যান্সারের বিভাগ ও ইউনিট নিয়ে অনকোলোজি অনুষদ খোলার যথাযথ উদ্যোগ নেয়া হবে। ক্যান্সার চিকিৎসার দেশব্যাপী প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল রাখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার চিকিৎসার বিদ্যমান সুযোগ সুবিধার সাথে সাথে বিশ্বের সর্বশেষ প্রযুক্তি সংযোজনের মাধ্যমে বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

শোভাযাত্রায় অন্যান্য বক্তারা ক্যান্সার রোগীদের আগেবাগে শনাক্ত করার উপর জোর দেন এবং দেশে ক্যান্সার রোগীদের সঠিক সংখ্যা নিরুপণে স্ক্রিনিংসহ দেশব্যাপী রেজিস্ট্রির উপর গুরুত্বারোপ করেন।

শোভাযাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, অনোকলোজি বিভাহের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ নাজির উদ্দিন মোল্লাহ্, হেমাটোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ, শিশু অনকোলোজি হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এটিএম আতিকুর রহমান, অনকোলোজি বিভাগের অধ্যাপক ডা.সারোয়ার আলম, অধ্যাপক ডা. আব্দুল আজিজ, অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূইয়া, সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন, সহযোগী অধ্যাপক ডা. মোঃ মামুনুর রশিদ, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ব্রি. জে.(অব:) ডা. আব্দুল্ল্্হা আল হারুন, পরিচালক (হাসপাতাল) ব্রি.জে. ডা. রেজাউর রহমান, অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়