Dr.Liakat Ali

Published:
2024-01-21 13:17:52 BdST

বিএসএমএমইউ স্পেশালাইজড হাসপাতালে ১৫টি প্যাকেজ নিয়ে এক্সিকিউটিভ হেলথ চেকআপ চালু


 


ডেস্ক
_________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৫টি প্যাকেজ নিয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালে এক্সিকিউটিভ হেলথ চেকআপ কর্ণারের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০ টায় (২১ জানুয়ারি ২০২৪ ) সুপার স্পেশালাইজড হাসপাতালের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে এ কর্ণারের শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
এসময় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, গরীব রোগীদের জন্য পরীক্ষা নিরীক্ষা সেবা আগের মত অব্যাহত থাকবে। তবে যেসব রোগীরা স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশে যান তাদের আর বিদেশ যাবার প্রয়োজন নেই। এখানে এসে তারা তাদের প্রয়োজন মত এক্সিকিউটিভ হেলথ চেক আপের প্যাকেজ নিয়ে সব ধরণের সেবা নিতে পারবেন। এই হেলথ চেক আপ কর্ণার চালু হওয়ায় রোগীরা কোন রকম ভোগান্তি ছাড়াই প্রয়োজনীয় সকল ধরণের পরীক্ষা নিরীক্ষা ও পরামর্শ সেবা নিতে পারবেন।
তিনি বলেন, প্রতি বছর চার বছর বিলিয়ন ডলার চিকিৎসার জন্য বিদেশে ব্যয় হয়। সুপার স্পেশালাইজড হাসপাতাল সম্পূর্ণ রূপে পুরোদমে চালু হলে বিদেশে যাবার প্রবণতা যেমন অনেক কমে আসবে, তেমনি বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা.দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রি.জে. ডা. মোঃ আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (হাসপাতাল) ব্রি. জে. ডা. রেজাউর রহমান, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) সহযোগী অধ্যাপক ডা. মোঃ রসুল আমিন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মোঃ রাসেল, একান্ত সচিব-২ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৫টি প্যাকেজের মধ্যে সর্বনিম্ন মূল্য ৪ হাজার ১শ টাকা (৪১০০) এবং সর্বোচ্চ মূল্য ১৩ হাজার ৫শ টাকা (১৩৫০০) সহ বিভিন্ন মূল্যের প্যাকেজ রয়েছে। এই ১৫টি প্যাকেজ হল সিলভার এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ ওয়ান, গোল্ডেন এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ টু, প্লাটিনাম এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ থ্রি, এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ ফোর ( পুরুষ চল্লিশ ঊর্ধ্ব), এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ ফাইফ (মহিলা চল্লিশ ঊর্ধ্ব), কার্ডিওলজি এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ সিক্স , অর্থোপেডিক এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ সেভেন, লিভার এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ এইট, ওমেন ওয়েলনেস এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ নাইন, ব্রেস্ট ক্যান্সার এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ টেন, ডায়াবেটিক স্ক্রিনিং ফিমেল বেসিক প্যাকেজ ইলিভেন, ডায়াবেটিক স্ক্রিনিং মেল বেসিক প্যাকেজ টুয়েলভ, স্ক্রিনিং ফর স্মোকার লাং ডিজিস প্যাকেজ থার্টিন, চাইল্ড স্ক্রিনিং প্যাকেজ ফোর্টিন এবং ডায়েট এন্ড নিউট্রিশন কাউন্সিলিং প্যাকেজ ফিফটিন।

বিএসএমএমইউ সংবাদ বিজ্ঞপ্তি

বিএসএমএমইউ টিমঃ
সম্পাদনা: সহযোগী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার ও সুব্রত মন্ডল।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়