Dr.Liakat Ali
Published:2024-01-20 15:46:35 BdST
ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের উদ্যোগে প্রকিউরমেন্ট নিয়ে ট্রেনিং ওয়ার্কশপ
ডেস্ক
__________________
আজ শনিবার ২০ জানুয়ারি ২০২৪ইং তারিখে শহীদ ডা. মিল্টন হলে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের উদ্যোগে অনুষ্ঠিত প্রকিউরমেন্ট নিয়ে আয়োজিত ট্রেনিং ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
আজ শনিবার ২০ জানুয়ারি ২০২৪ইং তারিখে জাতীয় জরায়ু মুখ ও স্তন ক্যান্সার নির্ণয় ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ ২০২৪ উপলক্ষে আয়োজিত র্যালি ও সেবা বুথের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এসময় সম্মানিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, জাতীয় জরায়ু মুখ ও স্তন ক্যান্সার নির্ণয় ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা, পরিচালক (হাসপাতাল) ব্রি. জে. ডা. মোঃ রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন: