Dr.Liakat Ali
Published:2024-01-20 12:45:17 BdST
শীতে শিশুদের খুব সাবধানে রাখতে হবে: বিএসএমএমইউর উপাচার্য
ডেস্ক
ধানমন্ডিতে দুস্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ রাজধানীতে প্রবীণ অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিরতণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় (১৩ জানুয়ারি ২০২৪) ধানমন্ডি সোবাহানবাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এ শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশে দারিদ্রতার হার অনেক কমিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্রতার হার ৪২ শতাংশ থেকে ১৮ শতাংশতে নামিয়েছেন। হত দরিদ্রের সংখ্যা এখন আছেন ৬ শতাংশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টা করছেন তা ৩ শতাংশ নামাতে। তিনি বলেন, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি অনেক মানবিক কাজ করেছে। এতে করে আয়োজকদের সকলে সোয়াব পাবেন। আজকে বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি প্রবীণ অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র কর্মসূচি পালন একটি মানবিক কাজ। এমন কাজ আমরা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় আছেন বলেই আমরা এসব কর্মসূচি পালন করতে পারছি। আমরা সকলে তার জন্য দোয়া করব যাতে আগামী পাঁচ বছর সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারেন।
শীতের রোগ প্রতিরোধ নিয়ে অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, গত কয়েক দিনে দেশের তাপামাত্রা অনেক কমেছে। এর ফলে দেশে শীতজনিত রোগ কাশি, জ্বর , নিউমোনিয়া প্রার্দভাব দেখা দিয়েছে। শীতজনিত রোগে বেশী আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। রোগ প্রতিরোধে শিশুদের খুব সাবধানে রাখতে হবে। যতটা পারা যায় সকল বয়সের মানুষকে ঘরে থাকতে হবে। ঘরের বাইরে গেলে যথাযথ পোষাক পরিধান করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান মাননীয় বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফজলুল হক।
বিএসএমএমইউ সংবাদ বিজ্ঞপ্তি
আপনার মতামত দিন: