Dr.Liakat Ali

Published:
2024-01-20 12:40:01 BdST

বিএসএমএমইউর হলের ফিস্ট ২৪ জানুয়ারি 


 

ডেস্ক
__________

২০১৬ সালের পর আবারো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হলে ফিস্ট উৎসব ২০২৪ আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের হাতে এ সংক্রান্ত নিমন্ত্রণ পত্র তুলে দেন হল প্রোভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তাফা জামান।

এসময় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন একাডেমিক কার্যক্রমের বাইরের কো-কারিকুলাম কর্মকাণ্ডের প্রতি বেশ মনোযোগী। পড়াশোনার একঘেয়েমি থেকে শিক্ষক শিক্ষার্থীদের বের করে আনার জন্য নানান উদ্যোগ ইতিমধ্যে নেয়া হয়েছে। খুব শীঘ্রই আন্তঃবিভাগ ব্যান্টমিন্টন খেলা ও কবিতা উৎসব আয়োজন করা হবে।আগামী ২৪ জানুয়ারি হলের ফিস্ট আয়োজনের দিন ধার্য করা হয়েছে। হল সংশ্লিষ্ট সকল রেসিডেন্ট, সাবেক রেসিডেন্টদের নিবন্ধন করার আহ্বানও জানান তিনি।

উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদকে হলের ফিস্টের নিমন্ত্রণ প্রদানকালে হল প্রোভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তাফা জামানের সঙ্গে সহকারী হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক ডা. মোসাঃ সায়লা ইয়াসমিন, সহকারী হল প্রোভোস্ট সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জোহুরা অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়