Dr.Liakat Ali
Published:2023-09-28 00:13:00 BdST
বহির্বিভাগে রোগীদের আরও আন্তরিকতার সাথে সেবা দিন : উপাচার্য
ডেস্ক
_________________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশু ক্যান্সার সচেতনতা মাস সেপ্টেম্বর পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় (২৭ সেপ্টেম্বর ২০২৩) এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে শিশু অনকোলজি এন্ড হেমাটোলজি বিভাগ। প্রধান অতিথি হিসেবে এ শোভাযাত্রার শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বড় মানুষের যেসকল রোগ হয়, শিশুদেরও সেসকল রোগ হতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিশুদের ক্যান্সার রোগের উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এখানে বছরে ৬ হাজার শিশু ক্যান্সারের চিকিৎসা সেবা নিচ্ছে। তাদের মাঝে দেড় হাজার ভর্তি হয়ে সেবা নেয়। ভর্তিকৃত শিশুদের রোগ ও চিকিৎসা নিয়ে গবেষণা করতে হবে। এ বিশ্ববিদ্যালয়ে বোনম্যারো ট্রান্সপ্লান্টও শীঘ্রই চালু করা হবে।
তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়ে শিশুদের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। শিশুদের চক্ষু রোগের উন্নত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন আট থেকে নয় হাজার রোগী বর্হিবিভাগে সেবা নিতে আসেন। এ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবার প্রতি মানুষের আস্থা আছে বলেই তারা এখানে সেবা নিতে আসেন। বহির্বিভাগে সেবা নিতে আসা সকল রোগীদের সাথে আরও ভাল ব্যবহার করতে হবে। রোগীদেরকে নিজ পরিবারের সদস্যদের মত অরও আন্তরিকতার সাথে সেবা দিতে হবে।
শোভাযাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেক্যিাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, শিশু অনকোলজি এন্ড হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এটিএম আতিকুর রহমান, অধ্যাপক ডা. আনোয়ারুল করিম, চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. মোঃ জাফর খালেদ, পরিচালক (হাসপাতাল) বি. জে. ডা. রেজাউর রহমান, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক বি. জে. ডা. আব্দুল্লাহ্ আল হারুন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখসহ শিশু অনকোলজি ও হেমাটোলজি বিভাগের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা নার্স ও কর্মচারীরা অংশ নেন।
#
আপনার মতামত দিন: