DESK

Published:
2023-09-10 20:52:02 BdST

কর্মের মাধ্যমে আশার সঞ্চার: বিএসএমএমইউ-তে সেমিনার ও বর্ণাঢ্য শোভাযাত্রা



সংবাদ সংস্থা
___________________

  আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৩ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগ মনোজ্ঞ সেমিনার ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিল আজ রোববারে।
এই আয়োজনের প্রতিপাদ্য ছিল "কর্মের মাধ্যমে আশার সঞ্চার"।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ
নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ । তিনি আত্মহত্যা প্রতিরোধে মনোরোগ চিকিৎসকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রতিবছর বিশ্বে প্রায় ৮ লাখ মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় পারিবারিক, সামাজিক ও অন্যান্য সমস্যার জন্য। মেয়েদের মধ্যে এই প্রবণতা আরও বেশি। হাসপাতালের রেসিডেন্ট ও ডাক্তারদের মধ্যেও আত্মহত্যার হার বেড়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে এই বিষয়ে আমরা চিন্তিত’’। তিনি আরও বলেন, একাকিত্ব ও ইগো আত্মহত্যার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। আপনার সন্তান যেন ফেসবুকে বেশি আসক্ত হয়ে না পড়ে সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। কারণ, ভার্চুয়াল মাধ্যমের অবাধ ব্যবহার তাদের মনোজগতে খারাপ প্রভাব ফেলতে পারে। কোন কোন রোগীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি সে বিষয়ে খেয়াল রাখা এবং আত্মহত্যার পথ থেকে বেঁচে ফেরা ব্যক্তির পরিচর্যাও গুরুত্বপূর্ণ। আমি চাই এই বিষয়ে গবেষণা বাড়ুক।


সেমিনার ও বর্ণাঢ্য শোভাযাত্রায় আরও অংশ নেন, বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ, বিএসএমএমইউ মনোরোগ বিভাগের সাইকোথেরাপি উইং প্রধান ও ডাক্তার প্রতিদিন সম্পাদক অধ্যাপক ডা. সুলতানা আলগিন, অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাওসার বিপ্লব, সহযোগী অধ্যাপক ডা. হাফিজুর রহমান চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. মো. শামসুল আহসান মাকসুদ,সহকারী অধ্যাপক ডা.সিফাত ই সাইদ, সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ডা. ফাতিমা মারিয়া খান , সহকারী অধ্যাপক ডা.সরদার আতিক, আতিক , সাইকোলজিস্ট ড. সেলিনা ফাতেমা বিনতে শহীদ,  জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা ডা. সাফানা আহমেদ প্রমুখ।

বৈঠকে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী অধ্যাপক এ.এস.এম. আতিকুর রহমান( সরদার আতিক)। সেমিনারে জানানো হয়,

সম্প্রতি বেসরকারি সংস্থার এক গবেষণার তথ্য থেকে দেখা গেছে, বাংলাদেশে চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) ৩৬১ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এদের মধ্যে নারী শিক্ষার্থী ২১৪ জন, যাদের ২৬ শতাংশই অভিমান থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এদের ৬৭ শতাংশ শিক্ষার্থীর বয়স ১৯ বছরের নিচে। আত্মহত্যাকারীদের মধ্যে স্কুলগামী শিক্ষার্থী সবচেয়ে বেশি; ১৬৯ জন (প্রায় ৪৭ শতাংশ)। এছাড়া কলেজগামী ২৬ শতাংশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ১৮ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে ৮ শতাংশ। বিভাগ অনুযায়ী, চলতি বছর সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে ৩১ শতাংশ। সবচেয়ে কম সিলেটে ২ দশমিক ৫ শতাংশ।
অনুষ্ঠানটির সায়েন্টিফিক পার্টনার ছিলেন রেনেটা লিমিটেড

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়