Dr.Liakat Ali
Published:2023-06-12 18:06:23 BdST
বিএসএমএমইউর নন রেসিডেন্সী শিক্ষার্থীরা দুই ইদে দুটি ভাতা পাবেন
বিএসএমএমইউ উপাচার্য
বিএসএমএমইউ সংবাদ
___________________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয় নন রেসিডেন্সী ছাত্রছাত্রীদের জন্য মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দু’টি ভাতার ব্যবস্থা করেছেন। যদিও চলতি অর্থ বছর ২০২২-২০২৩ অর্থ বছরে এই খাতে নন রেসিডেন্সী ছাত্রছাত্রীদের জন্য কোন বরাদ্দ পাওয়া যায়নি। মাননীয় উপাচার্য মহোদয়ের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং ছাত্রছাত্রীদের প্রতি তাঁর দরদী মনের পরিচয় বহন করে। আরো উল্লেখ্য যে, বিগত অর্থ বছরের ন্যায় বর্তমান ২০২২-২০২৩ অর্থবছরে নন রেসিডেন্সী ছাত্রছাত্রীদের জন্য মন্ত্রণালয় কর্তৃক অর্থ বরাদ্দ হলে তখন তা সমন্বয় করে দেয়া হবে এবং এর জোর প্রচেষ্টা চলছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নন রেসিডেন্সী ছাত্রছাত্রীদের জন্য ২০২১-২০২২ অর্থ বছরে ৩৬৩১১০২ কোডে ভাতাদি বাবদ সহায়তা খাতে অত্র বিশ্ববিদ্যালয়ের কর্মরতদের ভাতার সাথে নন রেসিডেন্সী ছাত্রছাত্রীদের ভাতার অর্থ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ হতে প্রদান করেছিল। ওই অর্থ বছরে অত্র বিশ্ববিদ্যালয়ের কর্মরতদের ভাতার সাথে নন রেসিডেন্সী ছাত্রছাত্রীদের ভাতাসহ বরাদ্দ ছিল ১২৮ কোটি ৯০ লক্ষ ৪ হাজার টাকা (কপি সংযুক্ত)। কিন্তু চলতি অর্থ বছর ২০২২-২০২৩ অর্থ বছরে একই কোডে বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের ভাতা বাবদ বরাদ্দ পাওয়া গেছে ৭৯ কোটি ৫০ লক্ষ টাকা (কপি সংযুক্ত)। যে কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত বাজেটে নন রেসিডেন্সী ছাত্রছাত্রীদের জন্য ২০২২-২০২৩ অর্থ বছরে ৩৬৩১১০২ কোডে ভাতাদির পরিমাণ ০.০০ টাকা (কপি সংযুক্ত)। তারপরও মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয় নন রেসিডেন্সী ছাত্রছাত্রীদের জন্য দু’টি ভাতার ব্যবস্থা করেছেন। কিন্তু মাননীয় উপাচার্য মহোদয়ের এরকম মানবিক উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে বরং তাঁর সম্পর্কে আপত্তিকর খবর ও ভিত্তিহীন কথাবার্তা ফেসবুক ও অনলাইন মিডিয়াতে দেয়া বাঞ্জনীয় নয়। তাই নন রেসিডেন্সী ছাত্রছাত্রীদের তাদের ভাতার বিষয়ে বিভ্রান্ত না হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে সহায়তা করার সবিনয় অনুরোধ করছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আপনার মতামত দিন: