Dr. Aminul Islam
Published:2023-05-03 19:17:55 BdST
বিএসএমএমইউর রজতজয়ন্তীতে মরণোত্তর দেহ দানের অঙ্গীকার করলেন অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী
BSMMU DESK
__________________
জাতির পিতার নামে প্রতিষ্ঠিত দেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ এর ২৬তম বিশ্ববিদ্যালয় দিবস ও ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী রজতজয়ন্তীতে মরণোত্তর চক্ষুদান (কর্ণিয়া)সহ মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ইউজিসি এর অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী রবিবার ৩০ এপ্রিল ২০২৩ইং তারিখে শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের কাছে তাঁর কনফারেন্স রুমে মরণোত্তর চক্ষুদানসহ মরণোত্তর দেহদানের অঙ্গীকার সংক্রান্ত কাগজপত্র হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী।
মরনোত্তর চক্ষুদানসহ মরনোত্তর দেহদানের অঙ্গীকারের জন্য উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জীকে ধন্যবাদ জানিয়ে বলেন, কর্ণিয়ার অভাবে অনেক রোগীর অন্ধত্ব দূর করা সম্ভব হচ্ছে না। আবার বিদেশে গিয়ে কর্ণিয়া প্রতিস্থাপন করায় প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। মরণোত্তর চক্ষুদান (কর্ণিয়া) এ সমস্যার সমাধানে বিরাট অবদান রাখতে পারে। অন্যদিকে মরণোত্তর দেহদান চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা ও গবেষণায় বড় অবদান রাখতে পারে। তাই সবাইকে মরণোত্তর চক্ষুদানসহ মরণোত্তর দেহদানে এগিয়ে আসার আহ্বান জানাই।
মহতী এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, মেডিক্যাল টেকনোলজিস্ট অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন: