Ahir Fahien
Published:2023-03-08 20:35:13 BdST
বিএমএমএমইউর নন-রেসিডেন্টদের ভাতা ৩০ হাজার টাকা করা হবে: উপাচার্য
বিএসএমএমইউ উপাচার্য
ডেস্ক
_____________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধিভুক্ত নন-রেসিডেন্ট (অনাবাসিক) চিকিৎসকদের ভাতা ৩০ হাজার টাকা করার প্রতিশ্রুতি দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
রোববার (৫ মার্চ) বিএসএমএমইউ’র বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত ‘মার্চ ২০২৩’ সেশনে ভর্তি হওয়া রেসিডেন্সি প্রোগ্রামের শিক্ষার্থীদের ইনডাকশন অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘জীবনে সততা, নৈতিকতাকে ধারণ করে ডিসিপ্লিন মেনে চলতে হবে। তবেই সফলতা আসবে।’ এসময় উপাচার্য তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন তুলে ধরেন। পাশাপাশি নবাগত রেসিডেন্ট চিকিৎসকদের সুদক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
আপনার মতামত দিন: