Abir Fahien

Published:
2023-03-08 02:32:32 BdST

বিএসএমএমইউতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


 

 

ডেস্ক
_______________

আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার, বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার ৭ মার্চ ২০২৩ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে র্যা লী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত র্যা লীতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, ভাইস-চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএম ইউ)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ ছয়েফ উদ্দিন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামান খান, প্রো-ভাইস চ্যান্সেলর(গবেষণা ও উন্নয়ন), অত্র বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ারজেনারেল রেজাউর রহমান এবং সুপার-স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ-আল-হারুন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ মাসুদা বেগম, ডীন, মেডিসিন অনুষদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাঃ সম্প্রীতি ইসলাম, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ রেসপিরেটরি মেডিসিন।


‘জেন্ডার সমতার জন্য উদ্ভাবন এবং প্রযুক্তি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ ফারিহা হাসিন, সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ এন্ড ইনফরম্যাটিক্স, কবিতা আবৃত্তি করেন অধ্যাপক ডাঃ জান্নাতুল ফেরদৌস, বিউটি শিকদার ও মালা রানি ভৌমিক, সঙ্গীত পরিবেশনা করেন ডাঃ মেহজাবিন শাওলি।পরবর্তীতে মুক্ত অলোচনায় অংশগ্রহণকারীগণ প্রযুক্তি এবং উদ্ভাবনায় পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ জেন্ডার সমতা অর্জনে ভূমিকা রাখবে বলে মতামত ব্যক্ত করেন। অর্থনৈতিক দিক থেকে উদ্ভাবন ও প্রযুক্তিতে নারীদের সম্পৃক্ততা অপরিহার্য। উন্নত ও উন্নয়নশীল উভয় দেশের ক্ষেত্রেই তাদের প্রবৃদ্ধি ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচনা করা হয়। নারীরা যদি উদ্ভাবনের সাথে জড়িত থাকে তবে আমরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন দিকে কাঙ্ক্ষিত উন্নতি আনতে পারি। চিকিৎসা, শিক্ষা ও গবেষণায় অবদান রাখার পাশাপাশি প্রযুক্তি এবং উদ্ভাবনের সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমাদের সর্বস্তরের সকলকে এক সাথে এগিয়ে যেতে হবে, এই অঙ্গীকার ব্যক্ত করেন অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, ভাইস চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ডাঃ শিরিন তরফদার, ডীন, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদ।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়