ডা শাহাদাত হোসেন
Published:2023-02-13 22:31:45 BdST
বিএসএমএমইউ-য়ে মাথাব্যাথা রোগ নিয়ে সেন্ট্রাল সেমিনারমাথা ব্যাথা নির্ণয়ের জন্য শুরুতেই সিটিস্ক্যান ও এমআরআই দেয়ার প্রয়োজন নাই: বিএসএমএমইউ উপাচার্য
সংবাদ সংস্থা
_________________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মাথাব্যাথা রোগ নিয়ে সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১২ ফেব্রুয়ারি ২০২৩ইং তারিখে বিশ্ববিদ্যালয়ে এ ব্লকের অডিটোরিয়ামে সেন্ট্রাল সেমিনার সাবকমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, চক্ষু রোগ, নাক কান গলার সমস্যা, নিউরোলজিক্যাল সমস্যাসহ জ্বর ও বিভিন্ন কারণে মাথা ব্যাথার সমস্যা হতে পারে। তবে মাথা ব্যাথা নির্ণয়ের জন্য শুরুতেই সিটিস্ক্যান ও এমআরআই এর মতো ব্যয় বহুল পরীক্ষা দেয়ার প্রয়োজন নাই। কি কারণে মাথা ব্যাথা হচ্ছে সেটা চিকিৎসক খুঁজে বের করার চেষ্টা করবেন। শুধু মাথাব্যাথার সমস্যাই নয় যেকোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে প্রকৃত কারণ নির্ণয় করে চিকিৎসাসেবা দিতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান। সভাপতিত্ব করেন সেন্ট্রাল সেমিনার সাবকমিটির সভাপতি অধ্যাপক ডা. মোঃ বেলায়েত হোসেন সিদ্দিকী। গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মোঃ বাহাদুর আলী মিয়া, নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ ওয়াহিদুজ্জামান, চক্ষু বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ আফজাল মাহফুজউল্লাহ। বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা অধ্যাপক ডা. রোবেদ আমিন, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা সোহেল মাহমুদ আরাফাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. সম্প্রীতি ইসলাম। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, নিউরোলজি বিভাগের অধ্যাপক ও সেন্ট্রাল সেমিনার সাবকমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সবুজ প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন: