ডাক্তার প্রতিদিন

Published:
2023-02-11 21:50:04 BdST

অধ্যাপক ডা. মানিক তালুকদার বিএসএমএমইউর শিশু বিভাগের চেয়ারম্যান



ডেস্ক
___________________________

শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ তাঁর কার্যালয়ে অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদারের হাতে এ সংক্রান্ত নিয়োগ পত্র তুলে দেন। এসময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার তাপাদার প্রমুখ উপস্থিত ছিলেন।



শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপক ও সাইকোথেরাপি উইংএর প্রধান ডা. সুলতানা আলগিন। তিনি শুভেচ্ছাবার্তায় মানিক কুমার তালুকদারের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

 

মানিক কুমার তালুকদার ২০১০ সালের ৭ জুলাই বিএসএমএমইউতে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। এরপর ২০১৫ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান তিনি। গত বছর অধ্যাপক হিসেবে পদোন্নতি পান এই শিশু রিউমাটোলোজিস্ট।

শিশু চিকিৎসক মানিক কুমার তালুকদারের জন্ম জয়পুরহাটে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন।

 

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়